এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করব সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস বিভিন্ন উক্তি নিয়ে। আপনি যদি জীবনে একবারও ভালোবেসে থাকেন। সেই ভালোবাসা সত্তিকারের ভালোবাসা ছিল কিনা এই পোস্টটি করার মাধ্যমে বুঝতে পারবেন।
আপনি সত্যিকারে ভালবেসে থাকেন এবং সেই ভালোবাসাকে প্রকাশ করার জন্য সত্যিকারের ভালোবাসার কিছু কথা স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন।
সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা
১. হাত ধরে না কিছুক্ষণ থাকার নাম ভালোবাসা নয় , ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা।
২. বিশ্বাস,ত্যাগ,কষ্ট স্বীকার,নির্লোভী,সমর্থন, বিভিন্ন গুণের মধ্যে দিয়েই প্রকৃত ভালোবাসা ফুটে উঠে।
৩. সত্যিকারের ভালোবাসা কখনো সার্থ খুঁজে না। যে ভালোবাসায় স্বার্থ আছে সেই ভালোবাসা কখনো সত্যিকারের ভালোবাসা না।
৪. ভালোবাসা মানে বেঁধে রাখা নয় বরং মুক্ত আকাশে ছেড়ে দেওয়া। যদি সে তোমার কাছে ফিরে আসে তাহলে সেটাই তোমার সত্যিকারের ভালোবাসা।
৫. সীমাহীন ত্যাগ ও অশ্রুর বিনিময়ে সত্যিকারের ভালোবাসা তৈরি হয়।
৬. একে অপরের প্রতি সম্মানের মাধ্যমেই নতুন ভালোবাসার সৃষ্টি হয়। দীর্ঘদিন একে অপরের প্রতি সম্মানের কারণেই সত্যিকারের ভালোবাসা হয়ে যায়।
৭. প্রতিটি মানুষ একটি সময় আফসোস করে যখন সে বুঝতে পারে তার ভালোবাসা সত্তিকারের ছিল।
৮. দুজন মানুষের একে অপরের প্রতি যে বিশ্বাস তৈরি হয় সেখান থেকে ভালোবাসার জন্ম হয়। আর সেই ভালোবাসা থেকেই নতুন সত্তার আগমন হয়।
৯. ভালোবাসা মানে এক অপরের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া ভালোবাসা মানে পরস্পরকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাওয়া।
১০. সত্যি কারের ভালোবাসা হলো একটি অনুভূতি, যা হৃদয়ের গভীর থেকে আসে এবং ভালোবাসার মানুষের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে দেয়।
১১. যে ভালোবাসায় সত্য বলতে কিছু থাকে না সে ভালোবাসা নষ্ট হয়ে যায়। সত্যি কারের ভালোবাসার অভাবে হাজার হাজার ভালবাসার মানুষগুলো দূরে সরে যায়। প্রচন্ড মায়া-মহ থাকা সত্ত্বেও মানুষগুলো চলে যায়।
১২. আপনি যদি নিজের থেকেও অন্য কাউকে বেশি ভালবাসতে পারেন। তাহলে সেই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয়ে যাবে।
সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস
১. সত্যি কারের ভালোবাসায় কখনো নোংরামি খুঁজে না। যেই ভালোবাসায় অশ্লীলতা আছে সেই ভালোবাসা কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে না।
২. যে সত্যিকারের ভালবাসা পেয়েও হারিয়ে ফেলে সেই দিন সেই ভালোবাসার জন্য অঝোরে কান্না করবে। কিন্তু সেই দিন ভালোবাসার মানুষটার ফেরত পাবে না। এটাই হল সত্যিকারের ভালবাসার একটি উদাহরণ।
৩. যদি মনের মানুষকে পাওয়া যেত তাহলে হয়তো পৃথিবীর সব মানুষ সুখী হয়ে যেত। যে মানুষটাকে সত্যি করে ভালোবাসা যায় সে মানুষটাকে সহজে পাওয়া যায় না। কিছু মানুষ মনে থাকলেও কপালে থাকে না এই কারণেই সত্যি কারের ভালোবাসায় শুধু কাঁদায় কখনো সুখী হতে দেয় না।
৪. যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন আর সেই মানুষটি যদি আপনাকে ভালো না বাসে তাহলে এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না। ভালোবাসার মানুষের কাছ থেকে শুধু অবহেলা পাবেন তা ছাড়া আর কিছুই না। একতরফা ভালোবাসা মানুষকে স্বস্তি দেয় না। মনের মানুষকে পাওয়ার জন্য শুধু ছটফট করতে থাকে।
৫. সত্যিকারের ভালবাসায় হৃদয় সব সময় অস্থির থাকবে। মন থেকে কাউকে ভালবাসলে বা কারো প্রচন্ড মায়ায় পড়লে তার মত ডুবে থাকা যায়। আর সে মানুষটি যদি আপনাকে ভালোবাসে তাহলে ভালোবাসা দিয়ে তাকে নিজের মত করে গুছিয়ে নেওয়া যায়।
৬. ভালোবাসা হলো লটারির মত। কখনো একটু সময়েই সত্যিকারের ভালবাসা হয়ে যায় আবার কখনো দীর্ঘ সময় পার করার পরেও তার প্রতি ভালোবাসা তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান বোধ থেকে।
৭. সত্যিকারের ভালোবাসায় কোন মেয়ে তোমাকে কখনোই ছলনার মুখোমুখি করবে না। যে ভালোবাসায় মিথ্যা আশ্বাস দেয় সেই ভালোবাসায় দুঃখ কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না।
৮. যে মানুষগুলো ভালোবাসার নামে অন্যকে ঠকায় সে মানুষগুলো কখনো সত্যিকারের ভালোবাসা পাওয়ার যোগ্য না। একটি মানুষকে বারবার সুযোগ দেওয়ার মানে এই না যে সে ভালোবাসা সত্যিকারে ভালোবাসা। যে মানুষটি আপনার ভালবাসাবার যোগ্য না সে মানুষকে বারবার সুযোগ দেওয়া বোকামি ছাড়া আর কিছু না।
৯. ভালোবাসার মানুষগুলো বেশিরভাগ সময় রাগী হয়ে থাকে। একটু কিছু নিয়ে অনেক চিন্তা করে ফেলে কারো সাথে কথা বলতে দেখলে জেলাস ফিল করে এরকম মানুষ খুব সহজেই ভালোবেসে ফেলে। রকম মানুষকে জীবনে কখনো রাগাবেন না তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখুন।
১০. মানুষ সত্যিকারে ভালোবেসে ফেলে যে তার ছলনা বোঝার পরও তাকে পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে। দিনশেষে ছলনা আর কষ্ট ব্যতীত কিছুই খুঁজে পায় না তবুও মানুষ ছলনার ভালবাসায় ফেসে যায়।
১১. সত্যিকারের ভালোবাসা গুলো পরিবারের কাছে হার মেনে যায়। নিজের ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রনা নিয়ে পরিবারের কথা চিন্তা করে মনের মানুষকে ছেড়ে যাওয়া যে কত কষ্টের তা শুধু সেই ব্যক্তিই উপলব্ধি করতে পারবে যে পরিবারের কথা ফেলতে পারেনি।
সত্যিকারের ভালোবাসা নিয়ে উক্তি
১. ভালোবাসা হলো আকাশে ঘুরে বেড়ানো বাতাসের মতো এটি দেখতে না পেলেও অনুভব করা যায়।
২. মুখ দেখে ভালােবাসলে তাে কবেই ভুলে যেতাম তােমায় মায়ায় পড়ে ভালােবেসে ছিলাম তাে তাই আজও ভুলতে পারছি না তােমায়.।!
৩. মিথ্যা ভালোবাসা দিয়ে হাসানোর চেয়ে সত্যিকারের ভালোবাসা দিয়ে কাঁদানো হাজারগুনো উত্তম।
৪. মানুষের সাথে সম্পর্কে জড়ানোর আগে যাচাই করা নেওয়া উচিত সেই মানুষটি আপনাকে সম্মান করে কিনা এবং ভালবাসে কিনা।
৫. সত্যি কারের ভালবাসার কোন রং নেই। এই ভালবাসায় আছে শুধু মায়া মহব্বত পরস্পরের প্রতি চাওয়া পাওয়া।
৬. যেই ভালোবাসায় রাগ অভিমান নেই সেই ভালোবাসা কখনো সত্যিকারের ভালোবাসা না।
৭. যদি ভালোবাসা দিয়ে নিজের মনের মানুষকে জীবনসঙ্গী না করতে পারেন তাহলে সেই ভালোবাসা সত্যিকারের ভালবাসা হিসেবে উল্লেখ পাবেনা।
৮. একজন মানুষের জীবনের সবচেয়ে উত্তম পাওয়া হচ্ছে নিজের মনের মত একটি সত্যিকারের ভালোবাসার মানুষ।
৯. যে তোমাকে প্রচন্ড মায়ায় বাঁচতে পারে তাকে তুমি কখনো হারিয়ে যেতে দিও না কারণ সে তোমার সত্যিকারের ভালোবাসা।
১০. সত্যি কারের ভালোবাসা কখনো নিচ থেকে আসবে না এটি আসবে মনের গভীর থেকে।
১১. ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়। তবুও না পাওয়ার কষ্টে নিজেকে মানিয়ে নিতে হয়।
১২. যে সম্পর্কে পরস্পরকে আগলে না রেখে চলে যায় সেই ভালোবাসা নিয়ে কখনো আফসোস করতে হয় না।
১৩. ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখুন, না হলে সারা জীবন আফসোস করতে হবে।
আরো পড়ুন,
সত্যিকারের ভালোবাসা মানে কি? চেনার উপায়!
না বলা ভালোবাসার কিছু কথা, চিঠি ও স্ট্যাটাস
দূর থেকে ভালোবাসার মানুষকে কাছে আনার উপায়
ভালোবাসার প্রথম দিন, অনুভূতি, স্মৃতি ও কথা
ভালবাসার মানুষকে না পাওয়ার কষ্ট
ভালোবাসার মানুষকে কি নামে ডাকলে খুশি হয়
না বলা কষ্টের কথা – ভালোবাসার কষ্টের গল্প
আমাদের শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দ আমাদের পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালোবাসা অনেক রকম হয়ে থাকে কেউ কখনো সত্যিকারের অর্থে ভালোবাসা ফেলে আবার কেউ ভালোবাসার নামে ছলনা করে। তাই এরকম ভালোবাসা থেকে দূরে থাকেন সেই ভালোবাসায় কখনো সম্মান থাকে না।