ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, যখন প্রবাসে ঈদের আনন্দ খুঁজে বেড়াই তখনই যেন পরিবারের সবার কথা মনে পড়ে। এই খুশির দিনেও মনের মধ্য হাজারো ব্যথা কষ্ট লুকিয়ে রেখে ঈদ কাটিয়ে দিতে হয় এরই নাম প্রবাস। প্রবাস জীবনে বাকি দিনগুলোকে ভালোভাবে কাটালেও ঈদের দিনে পরিবারের কথা বড্ড মনে পড়ে। তাই আপনাদের জন্য ঈদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করব। এই প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস গুলো প্রিয়জনের সাথে শেয়ার করতে পারবেন।
ঈদুল ফিতর হোক আর ঈদুল আযহা আমরা প্রতিটা ঈদেই অনেক কষ্ট করে থাকি বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের ছুটি থাকে মাত্র একদিন অথবা দুই দিন এই দিনের মধ্যেই এই ঈদের খুশি এবং আনন্দ ভাগাভাগি করে নিতে হয়। কিন্তু বাড়িতে থাকলে এই ঈদের দিন থেকে শুরু করে আরো কিছুদিন ঈদের আনন্দ উপভোগ করা যায়। তাই প্রবাস জীবনে ঈদের দিন ব্যতীত বাকি দিনগুলোই আগের মতই কাটে।
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
আমরা যারা প্রবাসে আছে তারা ঈদের দিন অনেক কষ্ট করে থাকি এবং পরিবারের কাছে কখনো বলি না আমরা ঠিক কতটা কষ্টে আছি তাই এই কষ্টকে দূর করার জন্য ঈদের দিন স্ট্যাটাস দিয়ে থাকি। তাই এখানে আপনাদের জন্য সেরা প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি।
প্রবাসে ঈদ মানে অনেক কষ্ট, প্রবাস মানে ঈদের দিনও কাজ করা।
ঈদ আসলে প্রবাসীদের বালিশ ভিজে জলে, এই দুঃখ জানে কয়জনে?
প্রবাসীদের ঈদ মানে চোখের কোনে জল, কেউ না দেখে চোখের সেই ডল।
রাত আসে সকাল হয়, ঈদের দিন ফুরিয়ে যায়, দুঃখ কষ্ট ফুরায় না।
প্রবাসীদের ঈদ মানে শত কষ্টের মাঝেও কাউকে বুঝতে না দেওয়া।
ঈদের দিনে সবার মন হাসি খুশি থাকলেও প্রবাসীদের মনের বাড়ির কথায় বেশি মনে পড়ে।
প্রবাস মানে হাজারো কষ্টের মাঝে ইট কাটানো।
এই কষ্ট কখনো কাউকে বলে বোঝানো সম্ভব না যে ঈদের দিন কতটা খারাপ লেগেছে, যখন প্রিয়জনের কথা মনে পড়ে তখন ঈদের কষ্টটা আরো বেড়ে যায়।
প্রবাসীদের কাছে ঈদ মানে শত কষ্টের মাঝে একদিনের জন্য মুখে সোনার হাসি।
ঈদে দেশে টাকা পাঠাতে পারলে প্রবাসীদের মন অনেক খুশি থাকে। ঈদ মানে আনন্দ ইচ্ছা প্রকাশের এক উত্তম মাধ্যম।
প্রবাসীদের ঈদের কষ্টের এসএমএস
এখানে প্রবাসীদের ঈদের কষ্টের এসএমএস শেয়ার করা হলো এগুলো কপি করে ইমু ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এসএমএস গুলো সবার সাথে ভাব বিনিময় করতে পারবেন। এখানে তুলে ধরা প্রবাসীদের ঈদের কষ্টের এসএমএস গুলো দেখে নিন।
প্রিয় ভাই ও বন্ধু তোমাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এই কষ্টের দিনে তোমাদের সাথে না থাকতে পারলেও তোমাদের জন্য আমার মনটা অনেক কান্না করছে। আজ তোমাদের সাথে থাকতে পারলে এই সুখের দিনটিতে আরো খুশিতে কাটাতে পারতাম।
প্রবাসীদের ঈদ মানেই সকালটা শুধু নামাজ দিয়ে আর বিকেলটা শুরু কাজ দিয়ে।
ঈদের দিন অনেক খুশি থাকলেও পরের দিন থেকেই কাজে যেতে হয় এই জন্যই প্রবাস জীবন এত কষ্টের।
ভেবেছিলাম এবার ঈদের দিন অনেক ঘুরে বেড়াবো কিন্তু তাদের জন্য তা আর হলো না।
সকল প্রবাসী ভাইদের জানাই ঈদের শুভেচ্ছা। সকলের প্রতি দোয়া ও মঙ্গল কামনা রইল আল্লাহ যেন সবার দুঃখ-কষ্ট দূর করে দেয় এবং এই খুশির দিনে সবাইকে একত্রে দেখতে পাই।
মাঝে মাঝে ঈদের দিন খুব বলতে ইচ্ছে হয় এই প্রবাস জীবন আর ভালো লাগে না যে প্রবাসে ঈদের দিনও কাজ করা লাগে।
ঈদ উপলক্ষে সকলকে জানাই ঈদের সালাম ও শুভেচ্ছা আশাকরি এই ঈদে তোমাদের সকলের দিনগুলো আল্লাহর রহমতে ভালো কাটবে।
ঈদ সকলের মনে শান্তি বয়ে আনুক এবং সকলের দুঃখ-কষ্ট এবং হতাশাকে দূর করে দিক।
পরিবার ছাড়া প্রথম ঈদ স্ট্যাটাস
পরিবার ছাড়া প্রথম ঈদ অনেক কষ্ট এবং হৃদয়বিদারক হয়ে থাকে। ঈদের দিন পরিবারের সবার কথা মনে পড়ে যায় তাই এখানে পরিবার ছাড়া প্রথম স্ট্যাটাস তুলে ধরা হলো। পরিবার ছাড়া প্রথম ঈদ করতে কেমন লাগে এই বিষয়গুলো জানানোর জন্য কিছু ছোট্ট স্ট্যাটাস দেওয়া হলো।
প্রবাসীদের ঈদের আনন্দ একদিনের আর পরিবারের সাথে থেকে ঈদের আনন্দ বহুদিনের।
এ কেমন কষ্টের জীবন ঈদের দিন ও পরিবারকে কাছে পেলাম না।
পরিবার ছাড়া প্রথম ঈদ যেন পৃথিবীর সবচেয়ে কষ্টের ঈদ।
পরিবারের সবাইকে ছাড়া ঈদ যেন মাটি। আজ এই প্রবাসে পরিবার ছাড়া প্রথম ঈদ মনটা অনেক কষ্টে আছে।
পরিবার থাকলে সবাই ঈদের দিন কত আদর করে খাওয়ায়ে দিত এখন আর কেউ এখানে বলেনা আসই তোকে খাইয়ে দেই।
পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করা অন্যরকম ভালোবাসা। এই ঈদের ভালোবাসা শুধু পরিবার থেকেই পাওয়া যায়।
বাবাকে ছাড়া প্রথম ঈদ স্ট্যাটাস
ঈদের দিন আর কারো কথা মনে না পড়লেও বাবা-মার কথা ঠিকই মনে পড়ে। জীবনের পথ চলার শুরু থেকে জীবনের পথ চলার শুরু থেকে বাবা-মা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ঈদের দিন তাদের মনে পড়বে এটাই স্বাভাবিক তবে ঈদের দিন তাদেরকে কাছে না পাওয়া এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না।
বাবাকে ছাড়া এই প্রথম ঈদ যেন আমাকে হৃদয়বিদারক কষ্ট দিচ্ছে। প্রবাসে এই প্রথম বাবাকে ছাড়া ঈদ করছি।
প্রতিটি বাবার কাছ থেকে কত আদর পেয়েছি কত কাপড় পেয়েছে আজ সেই বাবাকে ছেড়ে আজ প্রথম ঈদ করলাম।
ঈদের আনন্দ মানেই বাবার কাছ থেকে নতুন জামা পাওয়া। ঈদের আনন্দ মানেই বাবার কাছ থেকে প্রথম সালামি নেওয়া।
মাকে ছাড়া ঈদ ভাবা যায় না তবুও এই প্রবাসে মাকে ছাড়া ঈদ করতে হয়।
এই প্রথম মাকে ঈদের দিন কাছে পায়নি মনটা অনেক ছটফট করছে বাড়ির জন্য যেন এই ঈদে মায়ের কাছে চলে যায়।
ঈদের দিন মায়ের হাতের রান্না খেতে এত মজা যেন দুনিয়ার আর কোন কিছুই এত মজাদার হয় না, সেই মাকে ছাড়া আজকে প্রবাসে ঈদ কাটালাম।
মায়ের জন্য মন হাহাকার করছে, এই ঈদে মায়ের কাছে থাকতে পারলে আরেকটি ঈদ আনন্দে কাটিয়ে দিতে পারতাম।
প্রবাসীদের ঈদ নিয়ে কবিতা
প্রবাসীদের ঈদ নিয়ে সেরা একটি কবিতা শেয়ার করছি আশা করি এই কবিতাটি আপনার অনেক পছন্দ হবে। এই কবিতাটি শুধুমাত্র প্রবাসীদের নিয়ে লেখা হয়েছে তাই আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে এই কবিতাটি কপি করতে পারবেন অথবা শেয়ার করে ফেসবুকে প্রকাশ করতে পারবেন।
প্রবাসীদের ঈদ
প্রবাসীদের ঈদ মানে দুঃখ কষ্টের মাঝেও হাসি,
ঈদ মানে সুখের একদিনের রাশি।
ঈদের দিন ভুলে যায় শত দুঃখ বেদনা
সবার সাথে মিলেমিশে হাসাহাসি।
বুকের মাঝে কষ্ট চেপে রেখে
ঈদের দিন তবু যায় মাঠে।
ভালবাসার সকল মানুষ
একত্র হয়ে ঈদের দিনে।
সবার মাঝে ছড়িয়ে পড়ুক
ঈদের এই ভালোবাসা।
আমাদের শেষকথা: প্রবাসীদের ঈদ নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে তবে এতোটুকুই বলি প্রবাস জীবন যতটা সহজ মনে করে ঠিক ততটা নয় কেননা প্রতিটা পরিবারের কথা মনে পড়ে যায় এবং প্রিয়জনদের কথা মনে পড়ে যায় যাদের কাছে ছুটে আসতে মন চায় এই সকল দুঃখ কষ্ট বেদনাকে ভুলে যেয়ে ঈদকে বরণ করে নেই