১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন এবং তাদের জীবনকে উৎসর্গ করে সর্বপ্রথম বাংলাদেশ ১৯৫৫ সালে ভাষা আন্দোলন দিবস পালন করা শুরু হয়। তাদের প্রতি এ বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানানোর মাধ্যমে আমরা একুশে ফেব্রুয়ারি দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি।
ভাষা শহীদ দিবসে বিভিন্ন স্কুল ও কলেজে অনুষ্ঠান করা হয়। অনেক সময় দেখা যায় আমাদের ছোট বাচ্চাকে বা ছোটদেরকে ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে কবিতা আবৃত্তি করার জন্য মঞ্চে ডাকা হয়। এবং বিভিন্ন ধরনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করতে হয়।
তাই আপনাদের কথা মাথায় রেখে ছোটদের জন্য কিছু একুশের কবিতা নিয়ে হাজির হয়েছি, এই একুশের ছোট কবিতা গুলো মুখস্ত করতে অনেক সহজ হবে এবং খুব কম সময়েই এই কবিতাগুলো মুখস্থ করা যাবে।
আপনার পরিচিত কোন ছোট ছেলে মেয়ে যদি মঞ্চে বা বিভিন্ন অনুষ্ঠানে একুশের কবিতা আবৃত্তি করতে চায় তাহলে এখানে দেওয়া কবিতাগুলো তাকে দিতে পারেন।
আরো পড়ুন, একুশের সেরা ৫টি কবিতা
আমাদের দেওয়া এই ছোট কবিতাগুলো অনেক সুন্দর ও শ্রুতি মধুর আশাকরি এই কবিতাগুলো বলার মাধ্যমে সে অনেক উৎসাহ পাবে, একুশে ফেব্রুয়ারির দিন ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে আবৃত্তি করা যাবে।
ছোটদের জন্য একুশের কবিতা
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯৯ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা হয় এবং এই বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনার ছোট বাচ্চাকে দিয়ে কবিতা আবৃত্তি করাতে চান তাহলে নিচে দেওয়া কবিতাটি সেরা হতে পারে।
ছোটদের একুশের কবিতা
ভুলবোনা কোনোদিন ভাষাশহীদের ঋণ
যে ভাষায় কথা বলি, শুরু করি প্রতি দিন।
যে ভাষায় গান গাই, প্রান খুলে হাসি
যে ভাষায় মাকে ডাকি, মাকে ভালোবাসি।
যে ভাষায় লেখা শিখি দেই হাতেখড়ি
যে ভাষার নেই জোড়া এ বিশ্ব জুড়ি।
আরও পড়ুন, ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, স্ট্যাটাস ও ছবি
ছোটদের একুশের কবিতা আবৃত্তি
ছেলে হারা মা কাঁদানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি তোমায় ভুলিতে পারি।
মমতার কল ছিন্ন করে
চলে গেছো ভাষা শহীদদের তরে।
রাখালের মিষ্টি মধুর গান
বাউলের একতারা,
থেমেছিল তারা, হয়েছিল দিশেহারা!!
আবার এসেছে আমাদের মাঝে
নতুন করে একুশে ফেব্রুয়ারি,
আজ ভাষা শহীদের মিনারে
ফুলে ফুলে যাওয়া।
ভাষা শহীদদের আজকে আমরা স্মরণ করি
জীবনের জয়ের পথ ধরে,
তাদের প্রতি স্মৃতির শহীদ মিনার করি।
আরও পড়ুন, ২১ শে ফেব্রুয়ারি কবিতা
একুশে ফেব্রুয়ারি গান
হে আমার দেশের মাটি
তোমার তরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্ব জননী
তুমি মোদের আশা।
লক্ষ্যযোজন শহীদের রক্তে গড়া,
আমাদের এই মাতৃভাষা।
শহীদের মুক্তিপণে দিয়েছো অগণিত রক্ত
তাইতো আজ শহীদের তোরে,
ভালোবাসা নিবেদন করি।
আরো পড়ুন,
একুশের কবিতা – একুশের সেরা ৫টি কবিতা
২১ শে ফেব্রুয়ারি পোস্টার ও ব্যানার ডিজাইন