বঙ্গবন্ধুর উক্তি: সেরা ৫০ টি বঙ্গবন্ধুর উক্তি সমূহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন নিয়ে সোনার বাংলা গড়ার অঙ্গীকার দিয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে শেখ মুজিবুর রহমান। তাই শেখ মুজিবুর রহমানের নামের পদবী দেওয়া হয় বঙ্গবন্ধু অর্থাৎ বাংলার বন্ধু। আমরা বঙ্গবন্ধুর স্মরণে বিভিন্ন কবিতা, উক্তি ও স্ট্যাটাস দিতে চাই। তাদের জন্য এই পোস্টে বঙ্গবন্ধুর কিছু সেরা উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন দেওয়া হলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা এবং বিভিন্ন কথা বলার সময় সোনার বাংলা, ছাত্রলীগ, দুর্নীতি মানবাধিকার, খেলাধুলা, রাজনীতি, শ্রমিক, ধর্ম ও যুবকদের নিয়ে বিভিন্ন ধরনের উক্তি বলেছেন। সেইসব উক্তি আপনাদের সামনে এই আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করা হলো।

বঙ্গবন্ধুর উক্তি

বঙ্গবন্ধু কথা বলার সময় যে সকল উক্তি দিয়ে কথা বলেছে সে সকল উক্তি জনগণের হৃদয়ের মাঝে চিরদিন থাকবে। তার কথা ও কর্মের কারণে তাকে সবাই ভালোবাসতো এবং তার আদেশ মেনে চলত। সেই সব কথা এখনো মনে পড়ে যায়। যারা বঙ্গবন্ধুর উক্তি দিয়ে পোস্ট করতে চান তাদের জন্য এখানে সেরা কিছু বঙ্গবন্ধুর উক্তি শেয়ার করা হলো।

1. আমি একজন সাধারণ মানুষ, আমার কোন বিশেষ শক্তি নেই। আমি শুধু জনগণের মধ্যে থাকি।

2. জীবন একটি যাত্রা। এটি সফলতার পথে প্রগতি করার জন্য প্রতিদিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ব্যবহার করতে হবে।

3. বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ। এটি স্বাধীনতা পেয়েছে জনগণের সংগ্রামের ফলে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে উন্নয়ন করা।

বঙ্গবন্ধুর উক্তি

4. বিশ্ব সম্পর্কে আমি বলতে চাই যে সমস্ত মানুষ এক হয়। সমস্ত মানুষ সমান সম্পদ এবং সমান অধিকার পেতে অধিকার রাখে।

5. আমরা যেন সবাই একটাই মনে করি একটা কাজ করতে হবে, সেটা হলো দেশের উন্নয়ন।” – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

শেখ মুজিবুর রহমান একজন বাংলাদেশের ঐতিহ্যবাহী নেতা ছিলেন যিনি সাধারণ জনগণের মধ্যে একজন হিসেবে থাকতে ভালোবাসতেন। তাঁর কিছু বাণী শিশুদের জন্য অত্যন্ত উপযোগী হতে পারে।

6. শিশুদের জন্য বঙ্গবন্ধু একটি উক্তি বলেছিলেন, “আমি শিশুদের বই পড়া এবং খেলার উপর বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এগুলো শিশুদের বৃত্তিমূলক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

7. আমাদের শিশুদের উপর আমাদের দেশের ভবিষ্য্য নির্ভর করে। তাদের প্রতি সম্মান ও প্রেম নিয়ে তাদের সঠিক পাঠশালা দিতে হবে।” – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

8. সবাই সমান, তাদের সবার জন্য একই অধিকার এবং সুবিধা দেওয়া উচিত।”

9. বঙ্গবন্ধু চান শিশুরা বড় হবে জয় বাংলায় হেসে খেলে।

10. বঙ্গবন্ধু বলতেন, ‘শিশু হও, শিশুর মতো হও। শিশুর মতো হাসতে শেখো। দুনিয়ার ভালোবাসা পাবে।

বঙ্গবন্ধুর উক্তি সমূহ

11. আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। আমি একজন জনপ্রিয় নেতা।” – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

12. আমরা একটি স্বাধীন দেশের মুক্ত জনগণ।” – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

13. আমরা বাংলাদেশে একটি জাতীয় স্বাধীনতা আন্দোলন চালাচ্ছিলাম এবং এটি সম্পূর্ণ আমলে আসতে হবে।

14. আমরা যাত্রা শুরু করেছি একটি নতুন বাংলাদেশ নিয়ে। সেই বাংলাদেশ যেখানে কোন মানুষ গরিব না থাকবে, কোন মানুষ ভুক্ত না হবে। যেখানে মানুষ মানুষের সঙ্গে ভালোবাসা করবে এবং সারাজীবন মহান স্বপ্ন দেখতে পারবে।

বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি

স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

15. স্বাধীনতা হল জনগণের মুক্তি পেতে অধিকার ও স্বাধীনতার সম্পূর্ণ মৌলিক অধিকার হিসাবে নিয়ে আসা। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

16. প্রত্যেক মানুষের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু করার সুযোগ থাকতে হবে।

17. স্বাধীনতা হল সমস্ত নাগরিকের স্বাধীনতা এবং তাদের মুক্তির উপর ভরসা করা।

18. স্বাধীনতা হলো স্বাধীনতা হতে চাওয়ার পরিকল্পনা করা এবং এর জন্য সকলের একত্রিত পরিশ্রম।

স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

19. স্বাধীনতা হলো মানবতার স্বাধীনতা, স্বাধীনতা হল সমস্ত মানুষের সমান অধিকার এবং স্বাধীনতা হল সমস্ত মানুষের উন্নয়ন।

শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

20. স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষ সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারবে।

21. শিক্ষা আর জ্ঞানের প্রসার বাংলার মানুষকে মুক্তি দিতে পারে।

22. শিক্ষা মানুষের স্বাধীনতা বুঝতে সাহায্য করবে তাই সবার শিক্ষা আগে প্রয়োজন।

23. ছাত্রলীগ দেশের সম্পদ তারা সঠিকভাবে ছাত্রদের দিক নির্দেশনা দিলে প্রত্যেক ছাত্র একদিন দেশের সূক্ষ্ম নাগরিক হবে।

24. বাংলার বুকে থেকে দুর্নীতি দমন করতে হবে তাহলেই বাংলার অগ্রগতি হবে – শেখ মুজিবুর রহমান।

25. বাংলার জন্মদিন ২৬ শে মার্চ এই দিনে আমাদের দেশে স্বাধীনতা ঘোষণা করা হয়।

26. এই দেশে কোন চোরের জায়গা হবে না সব চোর থাকবে পশ্চিম পাকিস্তান।

27. দেশের ধর্মবিদ্বেষ-নিয়ে দেশের সাম্প্রদায়িকতা করা যাবে না।

28. শ্রমিকদের যথাযথ সম্মান করতে হবে এবং তাদের টাকা পরিশোধ করতে হবে।

30. দেশপ্রেমীদের জন্য দেশের স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ কারণ দেশের স্বাধীনতা না থাকলে দেশ সম্ভব না

31. বাংলার যুবকদের কষ্টের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতা তাদেরকে কখনো ভুলা যাবে না।

32. তরুণদের রক্তের বিনিময়ে এদেশের পতাকা রাঙিয়েছে স্বাধীনতার জন্য।

33. বাংলার কৃষকদের গুরুত্ব অনেক সবাইকে বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে দেশকে উন্নত করতে হবে।

34. এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুণ্য হল পাট পাটকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তবেই দেশের রপ্তানি বাড়ানো যাবে।

35. সাথে মার্চের বঙ্গবন্ধুর উক্তি, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম – এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম -জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

36. দেহে এক ফোটা রক্ত থাকাকালীন সময়েও এই স্বাধীনতার সংগ্রামের সাথে থাকবো।

আরও পড়ুন,

Leave a Comment