১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা – শোক দিবসের কবিতা

বাংলাদেশের সকল মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চেনেন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাই জাতির গর্ব এবং তিনি বাঙালি জাতির জনক হিসেবে পরিচিত। তার প্রতিটা কথা ও ভাষা বাঙালি জাতির স্মরণে চিরদিন বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত বাঙালি বেঁচে থাকবে ঠিক ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবাই শ্রদ্ধা করবে। তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে কখনো শেষ করা যাবে না।

আমরা ১৫ ই আগস্ট শোক দিবস পালন করি। এই দিনে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ছন্দ ও বিখ্যাত উক্তি বলে তাকে স্মরণ করি। তিনি একজন অসাধারণ নেতা ছিলেন কারণ তিনি কখনো তার কথা চিন্তা করেননি বরং সাধারণ জনগণ ও কৃষকদের কথা চিন্তা করেছেন।

আজকের এই পোস্টে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বিখ্যাত কবিতা তুলে ধরব। এবং নতুন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা উপস্থাপন করব। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে এই কবিতা ও ছন্দগুলো বলার মাধ্যমে আমরা জাতির পিতা শেখ মুজিবুরকে স্মরণ করতে পারব।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

১৫ ই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে যারা কবিতা করছেন তাদের জন্য এখানে একটি সুন্দর কবিতা তুলে ধরা হলো। এই কবিতাটি সম্পূর্ণ নতুন এবং নিজের তৈরি করা।

লিখেছেন, ওমর আলী

বঙ্গবন্ধু তোমার স্মরণে লিখি কবিতা
যতই বলিব ততই কম হইবে
তোমার এই ঋণের বোঝা
কভু শোধ করিতে পারিব না।

তোমার এই আত্মত্যাগ
আমরা কখনো ভুলিতে পারিব না।
তোমার প্রতি এ ভালোবাসা
থেকে যাবে সারা জীবন।

বাঙালি জাতির জন্য তুমি ছিলে সেরা নেতা।
তোমার কথা মনে পড়িলে
মনে পড়ে যায় এক আদর্শ নেতার কথা।
যে নিজের জন্য চিন্তা না করে
চিন্তা করেছে দেশের মানুষের কথা।

তোমার ভাষা ছিল নিখুঁত
তাই তো আজ আমরা পেয়েছি এই বাংলা ভাষা।
শত শহীদের মাঝে প্রথম ভালোবাসা
হে আমাদের চির-চেনা বঙ্গবন্ধু।

আরো পড়ুন,

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতা

বঙ্গবন্ধুকে ভালোবেসে সবাই বঙ্গবন্ধুর প্রথম কবিতা বলতে চাই তাদের জন্য এখানে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা উপস্থাপন করা হলো। এই কবিতাটি বাঙালি জাতির ঐতিহ্য রক্ষা ও শেখ মুজিবুর রহমানের স্মরণে লেখা হয়েছে।

বাঙালি জাতের সবচেয়ে কাছের বন্ধু
আমাদের ভালোবাসার বঙ্গবন্ধু।
ভাষার জন্য লড়েছে আমাদের নেতা
যার জন্য পেয়েছি আমরা বঙ্গভাষা।

আমাদের প্রথম ভালোবাসা বঙ্গবন্ধু
তাইতো আজ তোমার স্মরণে
আমরা হয়েছি মরিয়া।

চিরদিন থেকে যাবে আমাদের এই মনের কোণে
যার জন্য রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা।
বাংলার মাটিতে লিখে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ভালোবাসা ও শ্রদ্ধায় আমাদের সেরা নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জন্য আমরা
পেয়েছি আজ বাংলার স্বাধীনতা।

শোক দিবসের কবিতা

১৫ই আগস্ট মানেই শোক দিবস। এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন, তাই এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। বাংলার সবচেয়ে বড় কিংবদন্তি শেখ মুজিবুর রহমান ছিলেন অসাধারণ নেতা তারই মৃত্যুর স্মরণে আমরা শোক দিবস পালন করি।

হে বীরশ্রেষ্ঠ মুজিব তোমার জন্য আমরা আজ শোকাহত।
তুমি ছিলে বাংলার জন্য এক উজ্জ্বল সূর্যের ন্যায়।
তুমি ছিলে হাজার নেতার শ্রেষ্ঠ নেতা।
বঙ্গবন্ধু তুমি ছিলে মায়ের বুকভরা কষ্টের সান্তনা দাতা।

বঙ্গবন্ধুর মৃত্যুর কাহিনী অশ্রু ঝরায় রাতের পর রাত।
তার ওই জন্য আমাদের এই মন কেঁপে ওঠে।
বঙ্গবন্ধুর স্মরণে মনের কোণে জমেছে জল
আজ মন শান্ত হয়েছে তারই পন।

মনে পড়ে বাংলার বীরের কথা
শেখ মুজিবুর রহমান, তার ওই জন্য পেয়েছি আমরা
এই খাঁটি বাংলার স্বদেশ।

বঙ্গবন্ধু তুমি কবিতা

বঙ্গবন্ধু তুমি শুধু বীরশ্রেষ্ঠ নও,
তুমি ছিলে একটি কবিতা।
যার জন্য পেয়েছি আমরা এই স্বাধীনতা
বীরত্বের মাধ্যমে করেছিলেন লড়াই
তার ঐ ফলে আমরা পেয়েছি এই বাংলা।

বঙ্গবন্ধু তুমি কবিতা
তোমার স্মরণেই আমরা বাংলাকে মনে করি।
তোমার ভালোবাসা বাংলার জন্য ছিল
আশীর্বাদস্বরূপ যা প্রতিটা ঘরকে আলোকিত করে।

তোমার তরে আজ নিবেদিত এই ভালোবাসা
শুধু তোমার জন্য বাঙালি জাতির মন
আজ কেঁদে ওঠে বারবার।

হে বীরশ্রেষ্ঠ বঙ্গবন্ধু
তুমি রবে আমাদের মনে সারা জীবন।
প্রতিটা ঘরে ঘরে শুধু তোমারই নাম
প্রতিটা শিশু জানবে তোমার বীরশ্রেষ্ঠর কথা।

আগস্ট মানে কবিতা

লিখেছেন: আবু জাফর

আগস্ট মানে জাতির জীবনে
শোকাবহ ব্যথার মাস,
বিশ্বের বুকে রেখেছে এঁকে
কলঙ্কিত সে ইতিহাস।

আগস্ট মানে পুনঃউত্থান
বিশ্বাসঘাতকের দল,
প্রাণ কাড়িতে বঙ্গভূমিতে
বয়েছিল রক্তের ঢল।

পনেরই আগস্টে বঙ্গবন্ধুকে
করেছিল নৃশংস হত্যা,
গোটা জাতির বুকে জ্বলন্ত
অসহনীয় সে ব্যাথা।

পলাশি থেকে ঢাকা ধানমণ্ডি
বত্রিশ নম্বর বাড়ি;
বাংলার ‘মীর জাফর’ বঙ্গবন্ধুর
প্রাণ নিয়েছিল কাড়ি।

ভয়াল একুশে আগস্ট ভয়াবহ
সেই গ্রেনেড হামলা;
পরিকল্পিতভাবে সাজিয়েছিল
মিথ্যা যত মামলা।

মাত্র দেড় মিনিটে বিস্ফোরিত
হলো এগারো’টি গ্রেনেড,
এক মূহূর্তেই বীভৎস শরীরে
ভরলো হাসপাতালের বেড।

আকস্মিক হামলায় হয়েছিল
চব্বিশ জনের মৃত্যু,
যেন ওৎ পেতে হায়েনার মত
বসেছিল যমরাজ দৈত্য।

আইভি রহমান সহ সকলের
সেই আত্ম দান;
এই বাংলায় জাতির হৃদয়ে
রবে চির অম্লান।

দেশ বিরোধী যারা অপরাধী
করেছিল ষড়যন্ত্র,
স্বাধীনতা ভুলে সবাই মিলে
হত্যা করেছিল গণতন্ত্র।

ওরা ঘৃণিত তারা কলঙ্কিত
কর্ম যাদের ন্যক্কার;
যুগ-যুগ ধরে এমনি করে
জাতি জানাবে ধিক্কার।

আরো পড়ুন,

ছোটদের জন্য একুশের কবিতা – একুশের কবিতা আবৃত্তি

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, স্ট্যাটাস ও ছবি

২১ শে ফেব্রুয়ারি পোস্টার ও ব্যানার ডিজাইন

আমাদের শেষ কথা: বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা এ কথা আমরা সকলেই জানি। তাই বঙ্গবন্ধুর স্মরণে আমরা অনেকেই কবিতা আবৃত্তি করে থাকি এবং ছন্দ বলে থাকি তাই তাদের জন্য এই পোস্টে ছড়া ও কবিতা তুলে ধরা হয়েছে। এগুলো সম্পূর্ণ নিজের লেখা এবং বাকি একটি কবিতা আবু জাফর লিখেছেন।

6 thoughts on “১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা – শোক দিবসের কবিতা”

    • এই ওয়েবসাইট কখনোই কারো লেখা কপি করে না এখানে শুধু নিজের লেখা প্রকাশ করা হয় এটা কবিতার প্রথমেও বলা হয়েছে এটি নিজের লেখা কবিতা। 😂

      তোমাকে আবুল বললেই নয় এখানে ব্যাকলিঙ্ক কমেন্ট গ্রহণযোগ্য নয়।

      Reply

Leave a Comment