প্রবাসীরা হল এদেশের রেমিটেন্স যোদ্ধা তাদের কারণেই আজ এ দেশের অর্থনীতি সঠিকভাবে পরিচালনা হচ্ছে তাদের রেমিটেন্স দিয়ে দেশের উন্নয়নের কাজ হচ্ছে। কিন্তু এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কারো কাছে কোন মূল্য পায় না। এমনকি সরকার তাদের যথা উপযোগী মূল্যায়ন করে না। তাই অনেক প্রবাসী মন থেকে কষ্ট পায় এবং সোশ্যাল মিডিয়ায় নিজের কষ্টের বহিঃপ্রকাশ করতে প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস শেয়ার করে।
পৃথিবীর সব মানুষের দুঃখ কষ্ট শেষ হয়ে গেলেও প্রবাসীদের কষ্টের শেষ হয় না। আপনিও যদি একজন প্রবাসী হয়ে থাকেন আর আপনি যদি প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস খুঁজে থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস কালেক্ট করতে পারেন।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
প্রবাস জীবন নিয়ে সবারই কিছু না কিছু কষ্ট থাকে। নিজের সুখ ত্যাগ করে পরিবারের মুখে হাসি ফুটাতে দেশ থেকে প্রবাসে পারি জমায়। তাই আপনাদের জন্য এমন কিছু কষ্টের স্ট্যাটাস শেয়ার করব যা হতভাগাদের কষ্ট বুঝতে একটু হলেও সাহায্য করবে।
১. নিজের সুখের জীবন ত্যাগ করে আপনি মনে বিদেশে পাড়ি জমালাম শুধু পরিবারের সবার হাসি মুখে ফুটাতে।
২. একমাত্র প্রবাসীরাই জানে সকল আপনজনকে ছেড়ে থাকা কতটা কষ্টের। আপন মানুষগুলো মনের কোণে কতটা জায়গা জুড়ে থাকে তা শুধু প্রবাসীরাই জানে।
৩. এ কেমন প্রবাসে আসলাম, আজকে আমার নিজের অস্তিত্বকেই ভুলে যাচ্ছি। দিন যাচ্ছে আর মনে হচ্ছে এই প্রবাস জীবন আর সহ্য করতে পারবো না।
৪. প্রবাস জীবন মানেই সময় মত ঘুম থেকে উঠা প্রবাসী জীবন মানে সময় মত কাজে উপস্থিত হওয়া।
৫. প্রবাস জীবন হলো জীবনের সবচেয়ে কঠিন সময়। যে সময় আপনি পরিবার ছেড়ে সকল চেনা পরিচিত মানুষ ছেড়ে নিজেকে একাকিত্বের মধ্যে বেঁচে থাকার একমাত্র সংগ্রাম।
৬. মোমবাতির আলোর মতো হলো প্রবাস জীবন নিজেকে পুড়িয়ে পরিবারের জন্য আলো বহন করতে হয়।
৭. আজ অচেনা মানুষ চেনা হয়ে গেছে সুখ দুঃখ সবাই ভাগ করে নিচ্ছে তবু সব প্রিয়জনদের জন্য বুকের মাঝে আজ হাহাকার করছে।
৮. প্রবাসে আসার আগে আমরা জীবন নিয়ে ভাবি জীবনে কত কিছুই না করব কিন্তু কিছুই করা হয় না। নিজের সবচেয়ে সুন্দর সময়টাকে প্রবাস জীবনে ব্যয় করতে হয়।
৯. বিদেশে এসে যত টাকায় কামায় না কেন যত সুখ শান্তিতেই থাকি না কেন তবু দিনশেষে চোখের কোনে জল এসে যায়।
১০. প্রিয় মানুষদের কাছে থেকে বোঝা যায় না তারা কতটা প্রিয় ছিল যখন প্রবাসে চলে আসি তখন তাদের কথা খুব মনে পড়ে তখন মনে হয় তারা ঠিক কতটা আমার প্রিয়।
১১. মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা টাকা কামাই করে আর সেই টাকা সবাই মিলে ফুর্তি করে উড়িয়ে দেয়। যখন দেশে আসে তখন কেউ দেখতে পারে না। এর চেয়ে আর বেশি কষ্ট কি হতে পারে।
১২. স্বপ্ন ছিল বাধ্যগড় প্রভা সময় করল পর যেমন এলাম স্বদেশে আজ আমি প্রবাসে ঘুমাতে হয় কষ্টে রাত জেগে।
১৩. সবাই রাত জেগে স্বপ্ন দেখলেও প্রবাসীরা রাত জেগে পরিবারের চিন্তা করে।
১৪. প্রবাসীরা কষ্ট করে শুধু তার পরিবারের সকলের সুখের জন্য।
১৫. প্রবাসীরা শুধু রেমিটেন্স যোদ্ধায় নয় তারা দেশের জন্য গর্ভ সরুপ।
১৬. শত কষ্টের মাঝেও প্রবাসীরা নিজের কষ্টের কথা নিজের মধ্যেই রেখে দেয় পরিবারের কাউকে বলেনা কষ্ট পাবে বলে।
১৭. প্রবাস জীবন মানেই আত্মত্যাগ। নিজের জীবনের আত্মত্যাগের মাধ্যমেই পরিবারের সবার মুখে হাসি ফুটবে এটা ভেবেই একজন মানুষ প্রবাসে যায়।
১৮. প্রবাস জীবন মানে সময়মতো কাজ। প্রবাস জীবন মানে টাকার জন্য কষ্ট করে যাওয়া নিজের দুঃখ প্রকাশ না করা।
১৯. ঈদের মতো একটি দিনেও প্রবাসীদের ভাইদের কাজ করতে হয়। নিজের ভালোলাগা। না লাগা ও খারাপ অনুভূতি থাকার পরেও প্রবাসী ভাইদের ঈদের দিন বাধ্য হয়ে কাজ করতে হয় এর থেকে আর কষ্ট কি হতে পারে।
২০. নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে টাকা উপার্জন করে পিতা, মাতা, স্ত্রী, সন্তান সবার মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করা।
২১. প্রবাসীরা নিজ দেশকে ছেড়ে অন্য দেশকে আপন করে নেয় এবং সেখানে ভালো-মন্দ সবকিছু ত্যাগ করে শুধু টাকার জন্য অক্লান্ত কষ্ট ও পরিশ্রম করে।
২২. শুধু পরিবারের সুখের জন্যই এত বড় বিসর্জন দিতে প্রবাসীরা রাজি থাকে।
২৩. হাজার কষ্ট বুকে নিয়ে থাকলেও প্রবাসীরা কখনো বাড়ির সবাইকে জানতে দেয় না সে কতটা কষ্টের মধ্যে থাকে।
২৪. কষ্ট বিসর্জন দিয়ে পরিবারের মানুষকে হাসিখুশি রাখার নামই প্রবাস জীবন।
প্রবাসীদের কষ্টের কবিতা
প্রবাসীদের নিয়ে একটি কষ্টের কবিতা শেয়ার করবো, আশা করি আপনাদের পসন্দ হবে। যারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রবাসীদের কষ্টের কবিতা নিয়ে পোস্ট করতে চান তাদের জন্য এই কবিতা শেয়ার করলাম আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন।
কবিতা ১:
সুখের জন্য ছাড়িলাম দেশ
পর করলো আমায় স্বদেশ
আপন করে নিলাম বিদেশ।
তাইতো আজ কষ্টে আছি
খোঁজ নেই আমার একা কষ্টে থাকি আমি
মুখোশ পরে সবার মাঝে।
নিজের কষ্ট লুকিয়ে রাখি সবার থেকে
তাইতো আমি প্রিয় পাত্র আমার পরিবারের মুখে।
টাকা থাকলে সব পাওয়া যায়
কেন তবে তাহলে কষ্টে থাকি আমি
নিজের সুখ পায় না কেন সবার মাঝে
নিজেকে আজ হারিয়ে ফেলেছি টাকার মাঝে।
কবিতা ২:
নিজ গৃহ পর করে আসলাম স্বদেশে
নিজে কষ্ট পায় তবু চেপে রাখি মনে।
কষ্ট সে তো জীবন নিয়ে তাইতো মানিয়ে নিতে হয়।
কষ্ট সে তো মরীচিকা প্রবাসতে হয়
নিজের ভালোলাগা বিলিয়ে দিতে হয়।
কষ্টে আমি ভাসি এখন কাজের যন্ত্রণায়
ঘুমানোর টাইম পাইনা আমি সকাল সন্ধ্যায়।
প্রবাসেতে এসে আমি করলাম সবাইকে পর
আপন করে নিলাম আমি অচেনা মানুষকে।
তারা এখন দুঃখ ভাগাভাগি করে সবার সাথে
নিজের কথা গোপন রাখি আপন মনেতে।
প্রবাসীদের কষ্টের ছবি
প্রবাসীদের কষ্টের ছবি – আমরা অনেকেই প্রবাসীদের কষ্টের ছবি অনুসন্ধান করে থাকি। ফেসবুক এবং টিকটিক, লাইকি ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রবাসীদের কষ্টের ছবি শেয়ার করতে চায় এবং কষ্টের ছবি দিয়ে ভিডিও বানাতে চায় । তাদের জন্যই এই পোস্টে কিছু প্রবাসীদের কষ্টের ছবি শেয়ার করব।
প্রবাসীদের কষ্টের গল্প
আমরা সবাই প্রবাসীদের টাকা কামানোর গল্প জানলেও প্রবাসীদের মনের কষ্টের গল্প আমরা জানি না। পরিবারের প্রয়োজনে নিজ দেশ ছেড়ে প্রবাসের পা জমিয়ে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের গল্পটা হয়তো কোনদিনও কেউ জানবে না।
যখন একজন মানুষ প্রবাসে যায় তখন তার প্রয়োজনের তুলনায় পরিবারের কথা বেশি চিন্তা করে। বাড়িতে মা-বাবা ভাই-বোনকে ফেলে রেখে প্রবাসে থাকা মোটেও সহজ নয়। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ডিউটি করে পরিবারের সকলের খোঁজ খবর নিতে হয়। কিছু সময় অসুস্থ থাকার পরেও কাজ করতে হয়। পরিবারের কথা ভেবে নিজের অসুস্থ থাকার কথাটাও গোপন রাখতে হয়। প্রবাসি মানে শুধু টাকা কামানোই না বরং নিজের সময়কে স্ত্রীর সন্তান ও মাতা পিতা থেকে নিজেকে দূরে রাখা। কষ্টের সময় একাকীত্বভাবে পার করা প্রবাসীর সবচেয়ে নিষ্ঠুর সময়।
আমাদের শেষকথা: আপনার যদি প্রবাসী নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানবেন আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যথাযথ সময় আপনর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।