২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১ শে ফেব্রুয়ারি কবিতা – 21 se february bangla kobita

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আপনাদের জন্য আজকে হাজির হয়েছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা নিয়ে, আপনি যদি 21 se february bangla kobita অনুসন্ধান করে থাকেন তাহলে আপনি এখান থেকে আপনার কাঙ্খিত কবিতাটি সংগ্রহ করতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কিছু বাংলা কবিতা ও আধুনিক গানের লিরিক্স যুক্ত করেছি। এই গানের লিরিক্স গুলো ২১শে ফেব্রুয়ারি মাতৃ ভাষাকে বর্ণনা করে, এবং এই লিরিক্স ও কবিতা আবৃত্তি করার মাধ্যমে একুশে ফেব্রুয়ারি দিনকে উদযাপন করতে পারবেন।

আপনাদের সুবিধার জন্য আমাদের এই আর্টিকেলে আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ছোট ও বড় কবিতা উপস্থাপন করেছি। আশা করি এই কবিতাগুলো আপনাদের খুব পছন্দ হবে এই কবিতাগুলো ভাষা শহীদদের স্মরণে লেখা হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি আর এই দিনে অনেক মানুষ একুশে ফেব্রুয়ারি কবিতা পেতে ইন্টারনেটে অনুসন্ধান করে তাই আমরা আজকে তাদের জন্য এখানে তুলে ধরেছে কিছু একুশের সেরা কবিতা।

ভাষার জন্য জীবন দেওয়া প্রতিটা প্রাণের মূল্য অপরিসীম তাদের স্মরণে আমাদের এই কবিতাগুলো লেখা হয়েছে। আর এই কবিতা আবৃত্তি করার মাধ্যমে একুশে ফেব্রুয়ারি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা যায়।

আরও পড়ুন, ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, স্ট্যাটাস ও ছবি

২১ সে ফেব্রুয়ারি কবিতা

ভাষা সেতো মায়ের বুলি
প্রানের চেয়েও প্রিয় জানি
সেই ভাষাতে প্রাণ জুড়ালো
সবার তৃষ্ণা মিটালো
সেইতো মোদের মধুর ভাষা
আমার মায়ের বাংলা ভাষা।
ভাষায় হয় গর্জন
ভাষায় হয় দুঃখ প্রকাশ
ভাষার মাধ্যমেই জীবনের
সুখ দুঃখ আনন্দ প্রকাশ।
যে ভাষার লাগি দিলাম রক্ত
সেই ভাষাতে সূর্যোদয়।
ভাষা সেতু একুশের রক্তের দুপুর
ভাষা মানে অমর বাণী
নতুন দিনের আশা।
ভাষার জন্য সাম্যের গতি
হয়েছিল হুংকারের ধন্নি।

আরও পড়ুন,

২১ শে ফেব্রুয়ারি ছোট কবিতা

আপনি যদি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ছোট কবিতা খুঁজে থাকেন? তাহলে ২১শে ফেব্রুয়ারি ছোট কবিতা এখান থেকে দেখে নিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতাটি অনেক ছোট আকারে দেওয়া হল আশা করি অল্প সময়ের মধ্য এই কবিতাটি মুখস্ত করতে পারবেন এবং আবৃত্তি করতে পারবেন।

২১শে ফেব্রুয়ারি ছোট কবিতা

সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি…।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

মনে পড়ে সেই দিনের কথা,
বায়ান্ন একুশে ফেব্রুয়ারি।
লাখো বাঙালির কাতার চিত্রে
সবার মুখে জয়ধ্বনি
বাংলা ভাষা আমাদের মাতৃভাষা
ভাষার জন্য আমরা জীবন দিতে রাজি।

সেই দিনের করুন কাহিনী
মনে পড়ে এখনো
দুচোখ জুড়ে ছিল শুধু অশ্রু
ভাষার প্রতি ছিল সম্মান
হয়েছিল অনেকেই শহীদ
তাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা
আমাদের এই মাতৃভাষা।

একুশে ফেব্রুয়ারি কবিতা

একুশের আত্মত্যাগের জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমাদের মনের ভাষা প্রাণের ভাষা মাতৃভাষা হলো বাংলা ভাষা আমরা বাংলায় কথা বলি বাংলায় গান গাই। সবই একুশের শহীদদের দেওয়া কষ্টের বিনিময়ের অর্জিত বাংলা ভাষা। তাদের জন্যই আজকে আমরা বাংলায় মনের ভাষা প্রকাশ করতে পারছি। তাই তাদের উপলক্ষে কয়েকটি একুশে ফেব্রুয়ারি কবিতা উপস্থাপন করা হলো।

বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
রক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।

একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা

একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
কিন্তু ফিরবে না ভাষা শহীদেরা।
সময় যাবে দিন যাবে
তবু তারা আসবেনা আর ফিরে,
তাদের চেয়ে চিরচেনা সুখের নীড়ে।

যাদের জন্য পেয়েছি আজ
আমাদের এই স্বাধীন ভাষা
তাদের কথা ভুলে না যাই
মনে রাখি জীবন ভরে।
রক্ত ভেজা শিশির বিন্দু
তাদের কষ্টের ফল
আমাদের এই বাংলা ভাষা,
স্বাধীন মাতৃভাষা।

আরো পড়ুন,

একুশের কবিতা – একুশের সেরা ৫টি কবিতা

ছোটদের জন্য একুশের কবিতা – একুশের কবিতা আবৃত্তি

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, স্ট্যাটাস ও ছবি

২১ শে ফেব্রুয়ারি পোস্টার ও ব্যানার ডিজাইন

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা – শোক দিবসের কবিতা

বঙ্গবন্ধুর উক্তি: সেরা ৫০ টি বঙ্গবন্ধুর উক্তি সমূহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top