ভালোবাসার আরেক নাম বড় ভাই । বড় ভাই নিয়ে কিছু কথা

সবচেয়ে কাছের বন্ধু হল বড় ভাই। বিপদ-আপদে এবং প্রতিটি সমস্যায় বড় ভাই সবার আগে এগিয়ে আসে। বড় ভাইয়ের সাথে কারো তুলনা হয় না কারণ বড় ভাই বাবার পরে দ্বিতীয় স্থান গ্রহণ করে। একজন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা সবসময় বজায় থাকে কেননা সে পরিবারের জন্য সর্বপ্রথম নিজের ত্যাগ স্বীকার করে।

বেশিরভাগ সময় বড় ভাই পরিবারের সকলের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে পারে না। এই সকল বড় ভাই গুলো বাবার সমতুল্য হয়। আপনার কষ্টের সময় অন্য কেউ পাশে না থাকলেও বড় ভাই ঠিক ওই পাশে থাকবে।

ভালোবাসার আরেক নাম বড় ভাই

ভালোবাসার আরেক নাম বড় ভাই এই কথাটি বলতেই হবে। শুধু ভালোবাসার দিক দিয়ে নয় কাজ ও কষ্টের দিক দিয়েও বড় ভাইয়ের অর্জন অনেক বেশি। পরিবারের হাল ধরতে বড় ভাই অনেক কষ্ট করে। নিজের কষ্টের বিনিময়ে পরিবারের সকলের মুখে হাসি ফোটায় এই কারণেই ভালবাসার আরেক নাম বড় ভাই।

জীবনের একটা সময় এসে দেখবেন যদি আপনাকে কেউ সাপোর্ট করেছে সেই ব্যক্তি হল পিতা-মাতা অথবা বড় ভাই। বড় ভাই থাকা মানে আপনার মাথার ওপর বিশাল এক বটগাছ। যত ঝরে যাক তার ওপরে যাবে সে কখনো ছোট ভাই বোনের উপরে কোন ঝড় আসতে দেয় না।

জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার পাশে থাকবে বড় ভাই। তাই ভাইকে কখনো অসম্মান করা উচিত নয়। পিতার পরেই বড় ভাইয়ের অবস্থান। প্রতিটি ভাই তার সাধ্যমত চেষ্টা করে পরিবারের অবস্থান ধরে রাখতে। তাই ভাইয়ের এই কষ্টের সম্মান করতে হবে এবং তার যথাযথ মূল্যায়ন করতে হবে।

বড় ভাই নিয়ে কিছু কথা

অনেক সময় আমরা মনে করি বড় ভাই আমাদের ঠকাচ্ছেন বা আমাদের বিভিন্ন অজুহাতে দূরে রাখছে। কিন্তু আপনি যদি জানতে পারেন বড় ভাইয়ের মনে কি চলছে তাহলে আপনি কখনোই এরকম কিছু ভাববেন না। কারণ প্রতিটি ভাই যায় তার ফ্যামিলি সহ এবং ছোট ভাইবোনদের সকল আবদার পূরণ করতে এবং বাকি সবার মত ভাল রাখতে।

অনেক সময় বড় ভাই আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং খারাপ সময়ে আমাদের পাশে পাই না এবং সেইসব ভাইদের প্রতি আমাদের কোন দৃষ্টি বা আকর্ষণ থাকে না এরকম অনেক সময় দেখা যায় বড় ভাইয়েরা ছোটদেরকে দেখেনা। এই পরিবর্তন আমরা মেনে নিতে পারি না।

আমাদের উচিত ভেবে দেখা কি কারনে আমাদের সাথে এরকম ব্যবহার করে। কারণ প্রতিটা মানুষ ব্যবহার পরিবর্তনের জন্য আমরা নিজেরাই দায়ী। তাই অন্যকে দোষারোপ করার আগে আগে নিজের দোষ খুঁজে বের করা তারপর তার দোষ গুণ বিবেচনা করা।

যদি আমাদের নিজেদের ভুলের জন্য আমাদের ভাইয়েরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে পরিবর্তন করতে হবে। আপনি যদি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করেন সেই মানুষ কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না।

তাই নিজেদের ব্যবহার ভালো করব তবে বড় ভাইয়ের কাছ থেকে ভালো ব্যবহার পাব। অতঃপর বড় ভাইয়ের ভালোবাসার কখনো কমতি থাকে না যদি আপনি তাকে সম্মান করেন। এবং তার দেওয়া সিদ্ধান্ত আপনি মেনে চলেন। প্রতিটি মানুষই চায় পরিবারের সবার সাথে একত্র বাস করতে। তবে কিছু খারাপ ব্যবহার মানুষের সিদ্ধান্তকে পরিবর্তন করে।

আমাদের শেষ কথা: আপনার যদি বড় ভাইকে নিয়ে কোন মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমরা পরবর্তীতে এই পোস্টে আপডেট করে দেবো।

Leave a Comment