রোমানিয়া ভিসা আবেদন ফরম – রোমানিয়া ওয়ার্ক পারমিট

আপনি কি রোমানিয়া ভিসার আবেদন ফরম খুঁজছেন? কিভাবে ভিসার জন্য আবেদন করবেন? কিভাবে রোমানিয়ার ভিসা চেক করবেন? আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে রোমানিয়ার জন্য ভিসা আবেদন করবেন ও ভিসা চেক করার সঠিক নিয়ম।

রোমানিয়া ভিসা আবেদন ২০২০ সালের প্রথম দিক থেকে অফিসিয়ালি ভাবে শুরু হয় এবং সবাই রোমানিয়া ইউরোপ দেশ জানার পর থেকে সবাই রোমানিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। তাই, আপনিও যদি রোমানিয়া যাওয়ার জন্য ভিসা ও এজেন্সি খুজে থাকেন তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে।

রোমানিয়া ভিসা আবেদন ফরম

রোমানিয়া যাওয়ার জন্য তিন প্রকার ভিসা ফরম পাওয়া যায় স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা এবং পারিবারিক পূর্ণ মিলনের ভিসা। তাই, আপনি যে কারণে রোমানিয়া যেতে চান সেই বিষয়ে উল্লেখ করে এবং ফরম পূরণ করে রোমানিয়া যেতে হবে।

রোমানিয়া ভিসা আবেদন ফরম pdf ডাউনলোড করতে এই https://mae.ro/en/node/2060 পেজে ভিজিট করুন এবং আপনার ভিসা অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করুন। ভিসা আবেদন ফরম পূরণ করার জন্য আপনার Passport (পাসপোর্ট) এবং Nid Card (এন আইডি কার্ড) প্রয়োজন হবে।

কারণ, ভিসা ফরম পূরণ করার জন্য পাসপোর্ট এর নাম ঠিকানা দিতে হবে, পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে দিতে হবে। ভিসা এপ্লাই করার আগে অবশ্যই পাসপোর্ট চেক করে নিবেন যেনো পাসপোর্টে এক নাম না থাকে, বর্তমানে এক নামের পাসপোর্ট অনেক দেশে রিজেক্ট আসে। ভিসা আবেদন করার আগে আরেকটি বিষয় ভালো ভাবে চেক করে নিবেন।

আপনার পাসপোর্ট এর নাম, জন্ম তারিখ যেনো এন আইডি কার্ড ও জন্ম-নিবন্ধনের সাথে মিল থাকে। পাসপোর্ট এবং এন আইডি কার্ডের সাথে তথ্য মিল না থাকা এটি একটি পাসপোর্ট রিজেক্ট হওয়ার অন্যতম কারণ। তাই আবেদন করার আগে সব কিছু ভালো ভাবে পরীক্ষা করে নিবেন।

রোমানিয়া ভিসা চেক

রোমানিয়া ওয়ার্ক পারমিট বা ভিসা আবেদন করার পর আপনার ভিসা কোন অবস্থায় আছে তা জানা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় এজেন্সির মাধ্যমে এপ্লাই করলে তারা ব্যস্ত থাকার কারণে আপনার ভিসার স্ট্যাটাস জানাতে পারেনা।

তাই, আপনি নিজেই যদি রোমানিয়ার ভিসা চেক করতে চান তাহলে https://mae.ro/en/node/2035 এই পেজে প্রবেশ করে আপনার যাবতীয় তথ্য দিয়ে ভিসা চেক করতে পারবেন।

রোমানিয়া ভিসা প্রসেসিং এজেন্সি

রোমানিয়া ভিসা প্রসেসিং হল এজেন্সির দ্বারা এপ্লাই করলে দ্রুত এবং তাড়াতাড়ি ভিসা লাগবে, তাই আপনার উচিত প্রমাণ দেয়া যেতে হলে সরাসরি ভিসা এজেন্সির সাথে কথা বলুন।রোমানিয়া ভিসা প্রসেসিং করতে রোমানিয়া এম্বাসিতে আপনার কাগজপত্র জমা দিতে হবে।

আপনি চাইলে এজেন্সির মাধ্যমে জমা দিয়ে দ্রুত ভিসা প্রসেসিং করতে পারেন। ভিসা প্রসেসিং করতে যেসব কাগজপত্রের প্রয়োজন হবে তার নিচে উল্লেখ করা হলো,

রোমানিয়া যেতে যেসব কাগজপত্রের প্রয়োজন।

  • অরজিনাল পাসপোর্ট (অবশ্যই পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের উপরে থাকতে হবে)
  • ভিসা আবেদন ফরম
  • ওয়ার্ক পারমিট ভিসার ফটোকপি
  • দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • ব্যাংক স্টেটমেন্ট অরজিনাল কপি
  • ভিসা বুকিং ও টিকেট কনফার্ম করতে হবে।

অনেকেই প্রশ্ন করে থাকে রোমানিয়া ভিসা এবং জব পেতে কতদিন সময় লাগে? রোমানিয়া ভিসা প্রসেসিং হওয়ার পর থেকে তিন থেকে চার মাস সময় লাগে রোমানিয়া যেতে। এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে 6 থেকে 7 লাখ টাকা খরচ হবে।

রোমানিয়া ভিসা ২০২৩

বর্তমানে বাংলাদেশের রোমানিয়া যাওয়ার জন্য রোমানিয়ার ভিসা চালু রয়েছে। প্রতিবছর সরকারি ভাবে রোমানিয়া প্রায় পাঁচ হাজার লোক নেয়া হবে।

বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে হলে অবশ্যই প্রমাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টস প্রদান করতে হবে।

রোমানিয়া ভিসা আপডেট ২০২২: চলতি বছরের শুরু থেকেই রোমানিয়া প্রতিমাসে প্রচুর লোক যাচ্ছে, রোমানিয়া ভিসা এখনো খোলা আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিসার জন্য আবেদন করুন।

রোমানিয়া স্টুডেন্ট ভিসা

আপনি ইচ্ছা করলে রোমানিয়া স্টুডেন্ট ভিসা এবং কাজের ভিসা দুই রকম ভিসার মাধ্যমেই রোমানিয়া যেতে পারেন। তবে, রোমানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই নূন্যতম H.S.C (এইচ এস সি) পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং ইংলিশ বলার যোগ্যতা থাকতে হবে।

রোমানিয়া গার্মেন্টস বা কাজের ভিসা

রোমানিয়া ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা – রোমানিয়া বিভিন্ন ধরনের গার্মেন্টস এবং শিল্প কারখানার কাজ রয়েছে আপনি দ্রুত রোমানিয়া যেতে চাইলে তাহলে কাজের ভিসার জন্য এপ্লাই করুন। রোমানিয়া অনেক ধরনের কাজ থাকলেও ইলেকট্রনিক্স এবং কাঠমিস্ত্রি এসব কাজের চাহিদা বেশি। হোটেল এবং আর্কিটেকচার এর কাজ এর গুরুত্ব সবচেয়ে বেশি রয়েছে রোমানিয়ায়।

রোমানিয়া পারিবারিক পূর্ণমিলন ভিসা

অনেক লোক আছে যারা কয়েক বছর থাকার পরে রোমানিয়ার বাসিন্দা হওয়ার সুযোগ পায় অর্থাৎ স্থায়ী হওয়ার ওয়ার্ক পারমিট পেয়ে থাকে।

আপনি সে ক্ষেত্রে আপনার পরিবারের লোকের জন্য ভিসার এপ্লাই করতে পারেন যেমন আপনার স্ত্রী-সন্তান মাতা-পিতা পরিবারের সব মেম্বারের জন্য পূর্ণ মিলন ভিসার আবেদন করতে পারবেন। এই ভিসার মূল উদ্দেশ্য হলো আপনার ফ্যামিলির লোককে সর্বোচ্চ তিন মাসের জন্য রোমানিয়ায় নিয়ে যেতে পারবেন।

আমাদের শেষকথা: আপনি যদি রোমানিয়া যেতে চান তাহলে অবশ্যই  সরকারি লোক ধারা আবেদন করুন এতে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং রোমানিয়া যাওয়ার একটি নিশ্চয়তা থাকবে।

আরো পড়ুন, 

8 thoughts on “রোমানিয়া ভিসা আবেদন ফরম – রোমানিয়া ওয়ার্ক পারমিট”

  1. আমি রোমানিয়া আবেদন করতে চাই
    রোমানিয়া ভিসা পেতে কত টাকা লাগবে জানাবেন প্লিচ

    Reply
    • পোস্টে লেখা আছে ভালো করে পড়ুন কত টাকা লাগবে এবং কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য কোন এজেন্ট এর সাথে আলোচনা করতে পারেন অথবা ইন্ডিয়ার এম্বাসি থেকে সরাসরি রোমানের ভিসা আবেদন করতে পারবেন।

      Reply
  2. I am Mohammed mukhtar Hussain driver Bangladesh running driving 13 years Saudi Arabia 6 years driving please give me company driving visa I am poor man may Allah bless you my mobile number WhatsApp number 01894088203

    Reply
    • আমরা ভিসা প্রধান করি নাহ্। আপনি ভিসার জন্য ঢাকা মেন অফিস এ যোগাযোগ করতে পারেন।

      Reply

Leave a Reply - Backlink not allowed