বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন জসিমউদ্দিন, নির্মলেন্দু গুণ আরও অনেকই। ১৭ই মার্চ ও ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর স্মরণে আমরা কবিতা ও ছন্দ বলি। আমাদের দেশের বিভিন্ন জায়গায় ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান ও প্রতিযোগিতা করা হয়।
আপনি যদি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করতে চান তাহলে আপনাদের জন্য এই পোস্টে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা উপস্থাপন করেছি। এখানে দেওয়া কবিতাগুলো আপনি খুব সহজেই মুখস্ত করতে পারবেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃতি করতে পারবেন।
এছাড়াও আপনাদের বাচ্চাদেরকে অনুষ্ঠান বা মঞ্চে কবিতা বলতে হয় তাহলে ছোটদের জন্যও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা দেওয়া আছে। এখানে ছোটদের জন্য দেওয়া বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার লাইন গুলো দেখে নিন।
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা
আমরা অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখে অনুসন্ধান করে থাকি। তাই আপনাদের জন্য আজকে এই পোস্টে শেয়ার করতে চলেছি এমন কিছু কবিতা যেগুলো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা হয়েছে। বিখ্যাত কবি জসীমউদ্দীন ও নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন সেই কবিতাগুলো উল্লেখ করা হবে।
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন ওমর আলী
বঙ্গবন্ধু, তোমার নাম এক বিশাল সূর্য,
তোমার আদর্শ আমাদের জীবনে একটি রাজধানী।
তুমি ছিলে একজন মহান নেতা,
যে নির্ভয়ে লড়ে দেশের মুক্তির জন্য সর্বস্ব নিষ্ক্রিয় করেছিলেন।
তোমার প্রেরিত হয়ে আমরা লড়ে ফিরে,
একটি স্বাধীন দেশের স্বপ্ন পুরন করে।
তোমার শিখা আমরা গ্রহণ করেছি,
একটি উন্নয়নের পথে সর্বদা চলি।
তোমার মনের প্রাণে আমরা আছি,
তোমার দিকে হাত বাড়িয়ে আনন্দিত।
বিশ্বের সর্বাধিক প্রশংসিত নেতা,
তোমার নামে জন্মানো একটি দেশ।
বঙ্গবন্ধু, তোমার নাম সর্বনাশ,
তোমার ভালোবাসা আমাদের হৃদয়ের কাছে।
তোমার আনন্দ, তোমার উৎসাহ,
আনন্দিত করে দিলে, জীবনের স্বর্ণিম।
বিশ্বের ইতিহাসে, এক-না-এক,
নিজেরা স্থাপিত করে, এক-না-এক।
তোমারা হিস্ট্রি, সর্বনাশ,
নিজেরা, সর্বনাশ,।
আরও পড়ুন,
- ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা – শোক দিবসের কবিতা
- বঙ্গবন্ধুর উক্তি: সেরা ৫০ টি বঙ্গবন্ধুর উক্তি সমূহ
- ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন 2023
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি
একটি খুব জনপ্রিয় কবিতা হল “বঙ্গবন্ধু” এই কবিতাটি বিভিন্ন প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে আবৃত্তি করতে পারবেন। খুব সহজে মুখস্ত করা যাবে এবং সাবলীল ভাষায় উচ্চারণ ও আবৃত্তি করা যাবে। আশা করি এই কবিতাটি আপনার খুব পছন্দ হবে।
বঙ্গবন্ধু কবিতা লিখেছেন হুমায়ূন আহমেদ
বঙ্গবন্ধু তুমি আমার প্রাণের প্রিয়,
শহীদ তুমি আমার হৃদয়ের শহীদ।
তোমার নাম আমার জীবনের স্বপ্ন,
তোমার মুখ আমার দৃষ্টির সব দৃশ্য।
তোমার হস্তে আমি শিখব মুক্তি,
তোমার উদ্দেশ্যে আমি সকল কাজ।
তোমার চেতনা আমার মনে জ্বলে,
তোমার স্বপ্ন আমার জীবনে বাজে।
তুমি যে সূর্য আমার আকাশের উজ্জ্বল,
তুমি যে হাওয়া আমার মনের পাখি।
তুমি যে স্বপ্ন আমার জীবনটি সকল,
তুমি যে বিজয় আমার জীবনের পথি।
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃতি
হে বঙ্গবন্ধু, আমাদের মানুষের প্রিয়,
তোমার স্মৃতি জীবনে স্থায়ী।
তোমার কাজ, তোমার উদ্দেশ্য, ভালো থাক
আমাদের জীবনে সর্বদা থাকবে প্রভাতের আলো।
তোমার স্বপ্ন, একটি স্বাধীন দেশ,
একটি আনন্দের বিশ্ব, একটি উন্নয়নের পথ।
তোমার প্রেরিত আমরা চলে যাই,
সর্বনিম্ন শ্রমে সর্বোচ্চ উন্নয়নের পথে।
তোমার মনের প্রাণে, আমরা আছি,
তোমার কাছে, আমরা হাত বাড়িয়ে।
তোমার আনন্দ, তোমার উৎসাহ,
আনন্দিত করে দিলে, জীবনের স্বর্ণিম।
হে বঙ্গবন্ধু, তোমার নাম,
সর্বনাশ, এরা ভুলে যাবেন না।
তোমার ভালোবাসা, তোমার আনন্দ,
আনন্দিত করে দিলে, জীবনের স্বর্ণিম।
১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা
জাতীয় শোক দিবসের দিন পালন করা হয় কারণ ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহ পরিবারকে বিদ্রোহী সেনারা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। আপনাদের জন্য এখানে ১৫ ই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা উপস্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে লেখা অনেকগুলো কবিতা রয়েছে। তবে আমি একটি পরিচিত কবিতা উদাহরণ দিতে পারি যা বঙ্গবন্ধুর নির্যাতনের সময় লিখেছেন কবি শফিকুল ইসলাম। এই কবিতাটি “বঙ্গবন্ধু” নামে পরিচিত।
বঙ্গবন্ধু কবিতা লিখেছেন শফিকুল ইসলাম
বঙ্গবন্ধু হয়ে উঠো বাংলাদেশ
তোমার জন্মদিন আসে নয় তোমার মৃত্যুর দিনে
তোমার মৃত্যুর দিনে আমরা বেদনার কান্নায় লুকিয়ে আছি,
বিপ্লবের পথে তোমার গল্প সুনি এখনো আমরা সবাই
বঙ্গবন্ধু বলে কিছু নয় তোমার সমস্ত কাজই,
তোমার প্রেম প্রতি ধারার মতো সবাই তোমার পাশে দাঁড়িয়ে আছি,
তোমার প্রতি ভালোবাসা সবার হৃদয়ে আছে নিত্যদিন,
তোমার প্রতি শ্রদ্ধা আমরা সবাই জানি তোমার সম্পর্কে সত্য জানি
বঙ্গবন্ধু তুমি সবসময় আমাদের হৃদয়ে রয়ে গেছে,
তোমার প্রেম এখনো জ্বলছে আমাদের হৃদয়ে সব দিন,
বিপ্লবের পথে তোমার নাম সবাই শুনে সত্য শিখি
তুমি সবসময় হয়ে থাকবে আমাদের হৃদয়ে রয়ে গেছে।
উপরের কবিতাটি শফিকুল ইসলামের কবিতা “বঙ্গবন্ধু” থেকে উদ্ধৃত। এই কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন নয়, তবে এটি বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটি নিয়ে লেখা হয়েছে।
বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা
ছোটদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা। এই কবিতাগুলো ছন্দ আকারে দেওয়া হল এতে বাচ্চারা খুব সহজেই মুখস্ত করবা পারবে।
হে আমাদের বঙ্গবন্ধু, আপনি রয়েছেন আমাদের এ হৃদয়ে। তাইতো বলতে চেয়েও ভোলা যায় না, বাংলার বঙ্গবন্ধুকে।
বঙ্গবন্ধু তুমি আমাদের অভিমান,
তোমার স্মৃতি আমাদের জীবনে নিরন্তর থাকবে স্থান।
তোমার কাজ, তোমার উদ্দেশ্য,
সবার হৃদয়ে জাগরুক করে তোমার নেতৃত্বের পথে।
স্বাধীনতার স্বপ্ন, তোমার হাসি,
সেই স্বপ্ন আজ এক দেশের সাক্ষী।
আনন্দ, উৎসাহ, প্রেরিত হয়ে,
তোমার পরিশ্রমে আমরা পৌরুষের সাথে।
তোমার নাম, স্বর্ণিম হাসি,
এক জন নেতা, এক জন পিতা।
সর্বনাশ, এরা ভুলে যাবেন না,
তোমার প্রেম, তোমার উৎসাহ, আনন্দিত করে দিলে।
বঙ্গবন্ধু, তুমি আর নেই,
কিন্তু তোমার স্ফূর্তি, আমরা সর্বদা পেয়ে।
স্বাধীন বাংলার উন্নয়নের পথে,
তোমার পরিশ্রম, আনন্দ, উৎসাহ, লিখে দিলে।
আরও পড়ুন,