কাশফুল নিয়ে ক্যাপশন ও প্রেমের কবিতা

কাশফুলকে ভালোবাসার প্রতীক হিসেবেও মানা হয়। কাশফুল,কার না পছন্দের ফুল। কাশফুল জানান দেয় আজ বুঝি শরৎ এলো। বর্ষাকালের স্যাঁতসেতে পরিবেশ ছেড়ে আগমন ঘটে যখন শরৎকালের। শরৎ মানে যেন কাশফুলের মিলনমেলা এবং পত্রঝরা বৃক্ষের পাতার ঝরে যাওয়া | প্রকৃতির এক অনিন্দ্র সুন্দর এর নাম হলো কাশফুল বা কাশবন। বিশেষ করে শেষ বিকেলের মুহূর্তে এটার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায় |

আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন তাহলে আজকের লেখাগুলো একান্ত আপনার জন্য | তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক,আমাদের সবার প্রিয় কাশফুল নিয়ে কিছু ক্যাপশন উক্তি স্ট্যাটাস ও কবিতা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

কাশফুল নিয়ে ক্যাপশন 

১. ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যেই,দেখি আমার শরৎরানী কাশবনে আর নেই।

২. শরতের দিনে চলো কাশফুল কুড়াই! কাশফুল পেলে মনে হয় স্বর্ণ খুঁজে পাই।

৩. নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা,তোমাকে দেখতে আজ নেই কোন বাধা।

৪. শরৎ রানী যেন কাশের বোরকা খানি খুলে,কাশবনের ঐ আড়াল থেকে নাচছে দুলে দুলে।

৫. ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড়টায়,হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটায়।

৬. ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে,আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে।

৭. তোমার হাতে বন্দি আমার ভালবাসার কাশ,তাইতো আমি এই শরতে তোমার ক্রতদাস।

৮. আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে,দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে।

৯. কাশফুলের এই গন্ধে আমি বিমোহিত রয়,ও কাশফুল এত সুভাষ তুমি পেয়েছো কই।

১০. এ শরতের আকাশ ভেলায় উথলে আনন্দ রাশি কাশের দোলায়। শরতের হাওয়া লাগুক মনে ঘুরে আসুন কাশবনে। 

কাশফুলের ক্যাপশন

১. প্রিয় চলো যাই কাশবনে! তুমি কাশফুল দেখবে; আর আমি তোমাকে দেখবো।

২. কাশফুলের সাথে ছবি না তুলে জীবন যুদ্ধে। এক ধাপ পিছিয়ে পড়লাম মনে হয়।

৩. কাশফুল নদীর গহনা স্বরূপ। গহনা পড়লে যেমন মেয়েদের সুন্দর লাগে তেমনি কাশফুল ফুটলে নদী দেখতে সুন্দর লাগে।

৪. প্রতিবছর বর্ষার পর গার্লফ্রেন্ডকে কাশবনে নিয়ে যাওয়া প্রতিটা বয়ফ্রেন্ডের প্রথম কাজ।

৫. কাশফুলের শুভ্রতায় জেগে উঠুক দিগন্ত আজ,বাঙালি হৃদয় আজ আগমনের  ছোঁয়ায় মেতেছে ভুলে সব কাজ।

৬. আমাকে এমন কোন মেয়ে দেখাতে পারবেন না যার প্রোফাইল কাশফুলের সাথে নাই।

৭. প্রায় ৯০% মেয়েদের অর্ধেক ছবি কাশফুলের সাথে।

৮. কাশফুল একটি ভালবাসার প্রতীক প্রিয় মানুষকে কাশফুলের বাগানে ঘুরতে যাওয়ার মধ্যে এক আনন্দ বিরাজমান করে।

কাশফুল নিয়ে উক্তি 

১. রোদ্র হাওয়া বেশ মেতেছে লুকোচুরি খেলায়,ঋতুর রানী শরৎ এলো সাদা মেঘের ভেলায়।

২. ফুলের মাঝে পাখিরা উড়ে, প্রজাপতি নেমে চলে বাড়ি। কাশ কন্যাদের হাসির রেখায়, বিলীন হয়ে যায় পরী।

৩. বিকেল করে তুমি না হয় আমার জন্য,এক মুঠো কাশফুল ই এনো।

৪. হাওয়াই দোলে ফুল দল,উড়ে যেতে চাই সুদূরে মায়া মমতায় আটকে আছে,পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে।

৫. শরতের হাওয়ায় দোলে কাশফুল,নদীর দু কুল তাই আনন্দে ব্যাকুল। এক চিলতে মেঘের এক টুকরো আলো,কিছুই চাই না শুধু থেকে অনেক ভালো |

৬. হেটে যায় রোদ্র শুভ্রতায় ঘেমে কখনো বৃষ্টি বর্ষণে কাশফুল ছুঁয়ে কখনো শঙ্খচিল বুনোহাঁস হয়ে,নির্জন আধার জোনাকির মৃদু আলো।

৭. রাস্তার পাশে থাকা কাশফুল যেন চেয়ে থাকে ওই আকাশের দিকে ভালোবাসা যেন ফুটে ওঠে কাশফুলেরই মাঝে।

কাশফুল নিয়ে স্ট্যাটাস 

১. কখনো অতীত কখনো আবার নতুন করে শুরু,কখনো বা রেখে যাওয়া কারো শেষ স্মৃতি,সবকিছুর সাথে মিশে আছে শরৎ আর শিউলি।

২. বিকেলের এক প্রান্তে তুমি দাঁড়িয়ে আমার ছায়া একদিন ছুবে,তোমায় নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা ক্রমশ যেন যাচ্ছি চলে কাশফুলেদের মায়ায়।

৩. সব মেঘে বৃষ্টি হয় না কিছু মেঘ উড়বে,কেউ কেউ ঈশানি হয় বাকিরা শরৎ এর রোদ মাখবে।

৪. কাশবনেতে মেঘের খেলা আবির রাঙ্গা সন্ধ্যায়,যাব বলে যাব বলে দিন ফুরালো আশায়, অবশেষে অবসরে গেলাম আমি সেথায়,কাশবনে আজ মন যে হারায় সাদা মেঘের ভেলায়।

৫. শরৎ,সে যে এক অন্য ঋতু \ সে যেন আমেজে  মাতায়,এ যে শিউলির গন্ধে মাতায় সবুজ ঘাসের আলো আধারি শিশির ধাঁধায়।

৬. শুভ্র সাদা কাশফুল গুলো ছুয়ে দিল আমায়,কাশফুলের ওই প্রথম পরশ আজও আমায় ভাবায়, একফালি মেঘ সাদা কাশফুল রেখেছিলাম মায়ায়,বহুদিন পর আজ স্নিগ্ধ আমার স্মৃতির পাতায়।

কাশফুল নিয়ে প্রেমের কবিতা 

নীল শাড়ি লাল পাড়ে
শ্যামলী তম্বি মনোহারী,
কাশবনের রাজকন্যা
যেন আসমানি পরী।

শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে,
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বনে।

পুচ্ছ তোলা পাখির মতন
কাশবনে এক কোন্য,
তুলছে কাশের ময়ূর চূড়া
কালো খোপার জন্য।

প্রকৃতি তুমি সুন্দর থেকো
এমনই শরৎ ও আবেশে,
মেঘমালা গুলি নেমে আসুক
এভাবে কাশফুলের দেশে।

ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর,
নীল আকাশে উড়ছে
সাদা মেঘ,স্তরে স্তর।

কাশফুল কে কাছে ডেকে
বলতে চাই খুব,
আমি তোমার তুমি মোর
পার করব এই যুগ।

কাশফুল ও কাশফুল
কোথায় যাও তুমি,
তোমাকে দেখার অপেক্ষায় আছে
মোদের এই ভূমি।

আগমনীর সুর বেজে উঠেছে
সাদা কাশফুল উড়ছে আকাশে,
মনটা খোঁজে তোমার ছোঁয়া
এই শরৎ এর আশ্বিন মাসে।

কাশফুল কে ভালবেসে
ভরাই আমার মন,
আমার মত ভালবাসে
এমন কয় জন।

শরতের মেঘ ছুঁয়ে যায়,
বিশ্বাসের দীর্ঘশ্বাসে
ভালো লাগার স্বপ্ন গুলো
কাশফুলের ছোঁয়ায় মেশে।

কাশফুল নিয়ে গান 

এই অবেলায় ফোঁটা কাশফুল,
নিয়তির মত নির্ভুল।

যেন আহত কোন যোদ্ধার বুকে
বেঁচে থাকা এক মেঘফুল।

যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ
হৃদয়ে ঢেউ ভাঙ্গে  চুপ চুপ
তবু জাহাজীর নাগরিক ঢেউ,

অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোকগাঁথা হাতে বহূদুর যাও,
একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।

রোদ্দুর একসাথে হেঁটে হেঁটে
যেতে চাই বহুদূর,

বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি,
বেপরোয়া ভাঙচুর,তুমি চেয়ে আছ তাই
আমি পথে হেটে যাই
হেটে যায়,বহুদূর….বহুদূর |

Leave a Comment