ডায়নামিক আইল্যান্ড অ্যাপ – সম্প্রতি অ্যাপল তাদের নতুন ফিউচার উন্মুক্ত করেছে যেটি ডায়নামিক আইল্যান্ড নামে পরিচিত। অ্যান্ড্রয়েড ডায়নামিক আইল্যান্ড কিভাবে সেটিং করবেন এবং কিভাবে ফোনে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ইতোমধ্যেই এই ফিচারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আইফোনে এই ফিউচার থাকায় সবাই আইফোন কেনার চিন্তা করছে, আপনাকে ডায়নামিক আইল্যান্ড ফিউচার ব্যাবহার করার জন্য আইফোন কিনতে হবে না। কারণ, আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচারটি যুক্ত করবেন।
Dynamic Island apk andriod – ডায়নামিক আইল্যান্ড ফিউচারটি যুক্ত করতে অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে Dynamic Spot এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।
ডায়নামিক আইল্যান্ড অ্যাপ সেটআপ
যেভাবে ডায়নামিক স্পট অ্যাপসটির মাধ্যমে ফিউচারটি যুক্ত করবেন। নিচে দেওয়া স্টেপগুলো ফলো করুন এবং ডায়নামিক আইল্যান্ড ফিউচারটি আপনার ফোনে সক্রিয় করুন।
Step, 1
অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করুন, Next এ Click করুন এবং Select All আলতো করে চাপ দিন।
Step, 2
এবার Notification Access ক্লিক করুন এবং পরবর্তীতে dynamic Spot এপসটি select করে notification access allow করে দিন।
Step, 3
শেষ ধাপ Draw on Screen চাপ দিন, এবার Disclosure থেকে NEXT ক্লিক করুন এবং Download apps এ চাপ দিন পরবর্তী পেজ থেকে Use dynamic Spot অপশন টি on করে দিন।
সমস্ত ধাপ পার করার পর আপনি নিচে থাকা Done অপশনে ক্লিক করুন।
এবার আপনার ডায়নামিক আইল্যান্ড একটি সক্রিয় করার জন্য উপরে থাকা প্লে বাটনে চাপ দিন।
এই ফিউচারটি সবসময় ব্যাকগ্রাউন্ড এ চালু করার জন্য আপনাকে অ্যাপস Behavior থেকে বা থেকে তিনটি অপশন অন করতে হবে নিচের দেওয়া স্ক্রিনশট ফলো করুন।
সবশেষে সমস্ত ধাপ compelete হওয়ার পর আপনাকে dynamic Spot এর ডান পাশে থাকা প্লে বাটনে আলতো করে চাপ দিতে হবে তাহলে আপনার এই অ্যাপসটি কাজ করা শুরু করে দিবে।
ডায়নামিক আইল্যান্ড সুবিধা
ডাডায়নামিক আইল্যান্ড এই ফিউচারটির অনেক সুবিধা রয়েছে এই ফিউচারটির মাধ্যমে Home Screen থেকেই Multitasking এর কাজ করা যায়।
এসারটির মাধ্যমে আপনি মিউজিক প্লেয়ার শটকাট বাটন খুঁজে পাবেন।
বাকি সব অ্যাপস থেকে নোটিফিকেশন আসলে ডায়নামিক আইল্যান্ড থেকে আপনাকে নোটিফিকেশন দেখানো হবে।
ডায়নামিক আইল্যান্ড অ্যাপ ব্যবহার করতে কোন ইন্টারনেট প্রয়োজন হয় না।
অ্যাপসটি ব্যবহারের ফলে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এবং ব্যাটারি কনজিউম করবে।
আপনি চাইলে এই অ্যাপসটি ব্যাটারি অপটিমাইজেশন করে নিতে পারেন ফোনের সেটিংস থেকে।
ডাইনামিক স্পট এই অ্যাপসটি শাওমি থেকে লঞ্চ করা হয়েছে তাদের ডিভাইসে ব্যবহার করার জন্য তবে একটি উন্মুক্ত থাকায় সকল এন্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে।
ডায়নামিক আইল্যান্ড অসুবিধা
এই ফিউচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড এর জন্য উন্মুক্ত করা হয়েছে তবে ডাইনামিক আইল্যান্ড ফিউচারটি অফিশিয়ালি ভাবে অ্যান্ড্রয়েডে আপডেট দেওয়া হয়নি।
আইল্যান্ড ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করতে হয়।
এই অ্যাপসটি ব্যবহারের ফলে আপনার ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে।
অ্যাপ স্টোর মার্কেটে আরো বিভিন্ন ধরনের ডায়নামিক আইল্যান্ড অ্যাপস পাওয়া যাচ্ছে তবে Dynamic Spot সেরা এপস।
আমাদের শেষকথা: যদি আপনার এই পোস্ট পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ডান আমি আইল্যান্ড পোস্টটি শেয়ার করবেন এবং পোস্টের কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ পোস্ট এর উপরে থাকা রেটিং বাটনে ক্লিক করে অবশ্যই রেটিং দিতে ভুলবেন না।