জেনে নিন ব্রাজিল বনাম সুইজারল্যান্ড এর পরিসংখ্যান ও খেলা সরাসরি দেখার উপায়। প্রিয় পাঠকবৃন্দ আপনারা সবাই আশাকরে কাতার বিশ্বকাপ উপভোগ করছেন। ব্রাজিল বনাম সার্বিয়া খেলায় ব্রাজিল জয়লাভ করেছে এবং পরবর্তী ব্রাজিলের খেলা হবে সুজারল্যান্ড এর সাথে। ব্রাজিলের খেলা শুরু হলে কার সাথে খেলা করবে তার পরিসংখ্যান জানতে অনেকেই আগ্রহী থাকেন তাই তাদের জন্য আজকের এই আর্টিকেল।
ব্রাজিল মানেই ফুটবলের সাথে মিশে থাকা একটি জনপ্রিয় নাম। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে দুই গোলে দুর্দান্ত জয় পেয়েছে এবং তাদের চাপ অনেকটাই কম কারণ তাদের এখনো দুইটি খেলা বাকি আছে এর মধ্যে যেকোনো একটি জিতলে পরবর্তী রাউন্ডে চলে যেতে পারবে।
বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের অনেক মানুষ ব্রাজিলের খেলা দেখে এবং তাদের দলকে সাপোর্ট করে। প্রিয় বন্ধুরা আপনি যদি ব্রাজিল এবং সুজারল্যান্ড পরিসংখ্যান হেড টু হেড জানতে চান তাহলে নিচে থেকে জেনে নিন।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড খেলার ফলাফল?
ব্রাজিল 1 সুইজারল্যান্ড 0
অবশেষে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের খেলা শেষ হয়েছে খেলার ফলাফল হিসেবে ব্রাজিল দ্বিতীয় অর্ধে 1 গোল করে জয় লাভ পেয়েছে। ব্রাজিল প্রথমে 1 গোল দিলেও তা অফসাইড হওয়ার কারণে বাতিল ঘোষণা করা হয় কিন্তু পরবর্তীতে তারা আরেকটি গোল দিয়ে ম্যাচটি তাদের অধীনে জয় নিশ্চিত করে।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
2022 সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল এর অবস্থান G গ্রুপে, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড এই ম্যাচটি হবে আগামি 28 নভেম্বর এবং এই খেলাটি অনুষ্ঠিত বাংলাদেশ সময় রাত 10 টায় কাতার আবু আউদ স্টেডিয়ামে।
ফিফা তাদের ওয়েবসাইটে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড এর জেতার প্রেডিকশন দিয়েছে ব্রাজিল 65% জিতবে এবং সুজারল্যান্ড 35% জেতার সম্ভাবনা রয়েছে। ব্রাজিল বনাম সুইজারল্যান্ড খেলাটি দেখতে অবশ্যই ভালো লাগবে কারন দুটো দলই ভালো খেলে।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড হেড টু হেড
ব্রাজিল এবং সুইজারল্যান্ড এ পর্যন্ত 9 বার মুখোমুখি হয়েছে এবং বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছে 1950 সালের 28 জুন সর্বপ্রথম ব্রাজিল তার প্রতিদ্বন্দ্বি সুজারল্যান্ড এর মুখোমুখি হয়েছিল এবং সর্বশেষ 2022 সালের 28 নভেম্বর মুখোমুখি হয়েছিল।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড মোট 10 টি খেলার মধ্যে ব্রাজিল 4 টি জয়লাভ করেছে এবং সুইজারল্যান্ড 2 টি জয়লাভ করেছে আর বাকি 4 টি খেলা ড্র হয়েছে। এ থেকে বোঝা যায় ব্রাজিল ও সুজারল্যান্ড শক্তিশালী দল এবং একে অপরকে পরাজিত করার ক্ষমতা রাখে।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান ২০২২
Date | Match | Win | Score | Competition |
28 Jun 1950 | Brazil VS Switzerland | Draw | 2-2 | FIFA World Cup |
11 Apr 1956 | Brazil VS Switzerland | Draw | 1-1 | International Friendly |
21 Dec 1980 | Brazil VS Switzerland | Brazil | 2-0 | International Friendly |
19 may 1982 | Brazil VS Switzerland | Draw | 1-1 | International Friendly |
17 Jun 1983 | Brazil VS Switzerland | Brazil | 2-1 | International Friendly |
21 Jun 1989 | Brazil VS Switzerland | Switzerland | 0-1 | International Friendly |
15 Nov 2006 | Brazil VS Switzerland | Brazil | 2-1 | International Friendly |
14 Aug 2013 | Brazil VS Switzerland | Switzerland | 0-1 | International Friendly |
17 Jun 2018 | Brazil VS Switzerland | Draw | 1-1 | FIFA World Cup |
28 Nov 2022 | Brazil VS Switzerland | win | 1-0 | FIFA World Cup |
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা দেখার নিয়ম
আমরা অনেকেই বাসায় একটি টিভি থাকার কারণে মোবাইলে খেলা দেখতে পছন্দ করি তাই তাদের জন্য আজকে শেয়ার করব কিভাবে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা দেখবেন আপনার মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে। আপনি যদি বাসায় ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সার্ভার থেকে দেখার চেষ্টা করবেন এতে করে আপনার ভিডিও দেখতে পারবেন এবং কখনো বন্ধ হয়ে যাবে না। নিচে আপনাদের জন্য ব্রাজিল বনাম সুইজারল্যান্ড এর লাইভ খেলা দেখার লিংক শেয়ার করা হলো
লাইভ খেলা দেখার BDIX SERVER
- https://amrbd.com
- https://10.10.10.10
- https://hdtv.rangdhanu.live
গাজী টিভিতে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা দেখতে নিচের দেওয়া লিংকে ভিজিট করুন।
- https://youtu.be/vSHelsYpvkc
আপনি যে সকল অ্যাপসের মাধ্যমে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড সরাসরি খেলা দেখতে পারবেন।
- Trophee
- Bongobd
- Fot live
- Live footbol
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড কোন দল বেশি শক্তিশালী?
আমরা ইতিমধ্যেই এই দুই দলের পরিসংখ্যান দেখেছি এবং এর মধ্যে ব্রাজিল এগিয়ে আছে অবশ্যই বলা যায় সুজারল্যান্ড এর থেকে ব্রাজিল বেশি শক্তিশালী।
অবশ্যই দল ভাল খেলে তাই পিডিকশন অনুযায়ী ব্রাজিল 65% জিতার সম্ভাবনা রয়েছে এবং সুজারল্যান্ড 35% থাকলেও অবশ্যই ব্রাজিলের সাথে সুজারল্যান্ড এর খেলাটি উপভোগ করার মতো হবে কারণ এই দল ভাল খেলে।