প্রিয় ফুটবলপ্রেমীরা জেনে নিন ব্রাজিল বনাম ক্যামেরুন পরিসংখ্যান। আজকের এই আর্টিকেলের আপনাদেরকে জানিয়ে দিবো ব্রাজিল বনাম ক্যামেরুন খেলাটি কবে হবে এবং কিভাবে খেলাটি লাইভ দেখবেন।
কাতার বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল পরপর দুই ম্যাচে জয়লাভ করে গ্রুপ G সবার উপরে অবস্থান করছে। বর্তমানে ব্রাজিল দুই ম্যাচ জেতার পর তাদের পয়েন্ট টেবিল পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। সর্বপ্রথম ব্রাজিল বনাম ক্যামেরুন খেলাটি হয় ২৪ জুন হাজার ১৯৯৪ সালের এবং এই খেলাটিতে ব্রাজিল ৩-০ গোলে জয়লাভ করে।
ব্রাজিল বনাম ক্যামেরুন ২০২২
কাতার বিশ্বকাপ ২০২২, ব্রাজিল এর তৃতীয় ম্যাচ হবে ব্রাজিল বনাম ক্যামেরুন এবং এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে।
ব্রাজিল বনাম ক্যামেরুন হেড টু হেড
ব্রাজিল বনাম ক্যামেরুন এর খেলার পরিসংখ্যান লক্ষ করলে দেখতে পাবেন এ পর্যন্ত তাদের মধ্যে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং ৫টি ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে ও অন্যদিকে মাত্র .১টি ম্যাচে জয় পেয়েছে। ব্রাজিল এ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপে ক্যামেরুনের মুখোমুখি হয়েছে দুইবার এবং দুইবারই জয়লাভ করেছে।
ব্রাজিল বনাম ক্যামেরুন পরিসংখ্যান
তারিখ | দলের নাম | খেলার ফলাফল | স্কোরবোর্ড | প্রতিযোগিতা |
24 Jun 1994 | Brazil vs Cameroon | Brazil win | 3-0 | FIFA World Cup |
13 Nov 1996 | Brazil vs Cameroon | Brazil win | 2-0 | International Friendly |
31 May 2001 | Brazil vs Cameroon | Brazil win | 2-0 | FIFA Confederations Cup |
19 Jun 2003 | Brazil vs Cameroon | Brazil lose | 0-1 | FIFA Confederations Cup |
23 Jun 2014 | Brazil vs Cameroon | Brazil win | 4-1 | FIFA World Cup |
20 Nov 2018 | Brazil vs Cameroon | Brazil win | 1-0 | International Friendly |
ব্রাজিল বনাম ক্যামেরুন কোন দল শক্তিশালী
ব্রাজিল বনাম ক্যামেরুন এর খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ ডিসেম্বর এবং ব্রাজিলের ফ্যানস জানতে চাচ্ছে ব্রাজিল বেশি শক্তিশালী নাকি ক্যামেরুন বেশি শক্তিশালী। এখানে নিঃসন্দেহে বলা চলে ব্রাজিল বেশি শক্তিশালী দল এ পর্যন্ত ব্রাজিল এবং ক্যামেরন ছয়বার মুখোমুখি হয়েছে তার মধ্যে ব্রাজিল 5 বার এবং ক্যামেরুন একবার জয়লাভ করেছে এটাকে খুব ভালভাবেই বোঝা যায় ব্রাজিল অবশ্যই কামড়ানোর থেকে শক্তিশালী দল।
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ
আমরা সবাই লাইভ খেলা দেখতে পছন্দ করি তাই কিভাবে অনলাইনে লাইভ খেলা দেখা যায় সেই সম্পর্কে জানতে চাই। আজকের এই আর্টিকেলে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে ব্রাজিল বনাম আপনার মোবাইল ও কম্পিউটারে কিভাবে সরাসরি দেখবেন তা বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বাংলাদেশ থেকে খেলা দেখেন এবং আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে অবশ্যই বিডিআইএক্স সার্ভার থেকে খেলা দেখবেন এবং ইন্টারনেট ব্যবহার করে থাকলে তাহলে অবশ্যই অ্যাপস এর মাধ্যমে লাইভ খেলা দেখতে হবে।
লাইভ খেলা দেখার BDIX SERVER
- https://amrbd.com
- https://10.10.10.10
গাজী টিভিতে ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ খেলা দেখতে নিচের দেওয়া লিংকে ভিজিট করুন।
- https://youtu.be/vSHelsYpvkc
আপনি যে সকল অ্যাপসের মাধ্যমে ব্রাজিল বনাম ক্যামেরুন সরাসরি খেলা দেখতে পারবেন।
- Trophee
- Bongobd
- Fot live
- Live footbol
ব্রাজিল ও ক্যামেরুন নিয়ে কিছু প্রশ্নের উত্তর
ব্রাজিল ও ক্যামেরুন এর মধ্যে কোন দল এগিয়ে?
উত্তরঃ ব্রাজিল।
ব্রাজিলের ও ক্যামেরুনের খেলা কখন হবে?
উত্তরঃ ব্রাজিল ক্যামেরুনের খেলা ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত .১ টায় হবে।
ব্রাজিল ও ক্যামেরুনের জেতার সম্ভাবনা কার?
উত্তরঃ ব্রাজিল জেতার সম্ভাবনা ৭৮ শতাংশ এবং ক্যামেরন জেতার সম্ভাবনা ৮ পারসেন্ট আর বাকি ১৪% ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন,
- কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ (updated)
- ব্রাজিল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান ও ফলাফল (Live Score)
- আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলার ফলাফল ও পরিসংখ্যান
আমাদের শেষকথাঃ আর্টিকেল থেকে আমরা জানতে পারলাম ব্রাজিল বনাম ক্যামেরুন এই খেলাটি কখন হবে এবং কোন মাঠে হবে এবং খেলাটি কিভাবে সরাসরি দেখতে পারবো সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত দেয়া হয়েছে।