আর্জেন্টিনা বনাম পোল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে ১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়। এই খেলাটি হতে যাচ্ছে রাস অ্যান্ড আবউন্ড স্টেডিয়ামে। ফিফা বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে জয়লাভ পায়নি তবে দ্বিতীয় খেলায় মেক্সিকোর সাথে খেলা পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ C গ্রুপে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই পোল্যান্ডকে হারাতে হবে আর না হলে আর্জেন্টিনা গ্রুপ C থেকে বাদ পড়বে।
আর্জেন্টিনা বর্তমানে অনেক চাপের মধ্যে রয়েছে যদি পোল্যান্ডকে না হারাতে পারে তাহলে অবশ্যই তাদেরকে বিশ্বকাপ থেকে সরে আসতে হবে কেননা নক আউট পর্বে ১৬ তালিকায় যেতে হলে অবশ্যই পোল্যান্ডকে হারাতে হবে অন্যথায় বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বাদ পড়ে যাবে।
তবে এখানে পোল্যান্ড আর্জেন্টিনাকে হারানোর চেষ্টা করবে কারণ তারা একটি ম্যাচে জয় পেয়েছে এবং অন্যটি ড্র করেছে তাই এই খেলাটি জিতলে এখানে পোল্যান্ডের যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর্জেন্টিনার সমর্থকরা চাচ্ছে জেন আর্জেন্টিনা জিতে যায়। তাহলে নিচে থেকে দেখে নেন আর্জেন্টিনা বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান।
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ২০২২
কাতার বিশ্বকাপ ২০২২, আর্জেন্টিনা এর তৃতীয় ম্যাচ হবে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড এবং এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় রাশ অ্যান্ড আবউন্ড স্টেডিয়ামে।
আর্জেন্টিনা ২ পোল্যান্ড ০
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড হেড টু হেড
আর্জেন্টিনা এবং পোল্যান্ড এ পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে তার মধ্য আর্জেন্টিনা ৬ টিতে জয়লাভ করেছে পোল্যান্ড ৩ ম্যাচে জয় পেয়েছে। ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা এবং পোল্যান্ড ২ বার মুখোমুখি হয়েছে তার মধ্যে আর্জেন্টিনা ১ বার ও পোল্যান্ড ১ বার জয় পেয়েছে।
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান
খেলার তারিখ | ম্যাচ | রেজাল্ট | স্কোর | প্রতিযোগিতা |
11 Jun 1966 | Arjentina vs Poland | Drawn | 1-1 | International Friendly |
19 Dec 1968 | Arjentina vs Poland | Win | 1-0 | International Friendly |
15 Jun 1974 | Arjentina vs Poland | Lose | 2-3 | FIFA World Cup |
24 Mar 1976 | Arjentina vs Poland | Win | 1-2 | International Friendly |
29 May 1977 | Arjentina vs Poland | Win | 3-1 | International Friendly |
14 Jun 1978 | Arjentina vs Poland | Win | 2-0 | FIFA World Cup |
12 Oct 1980 | Arjentina vs Poland | Win | 2-1 | International Friendly |
28 Oct 1981 | Arjentina vs Poland | Lose | 1-2 | International Friendly |
17 Jan 1984 | Arjentina vs Poland | Drawn | 1-1 | Nehru Cup |
26 Nov 1992 | Arjentina vs Poland | Win | 2-0 | International Friendly |
05 Jun 2011 | Arjentina vs Poland | Lose | 2-1 | International Friendly |
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড কোন দল শক্তিশালী
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে আর্জেন্টিনা বেশি শক্তিশালী। তবে, এখানে বলা যায় পোল্যান্ড আর্জেন্টিনার থেকে পোল্যান্ড কম শক্তিশালী নয় অবশ্যই আর্জেন্টিনা কে হারানোর ক্ষমতা রাখে পোল্যান্ড। দুই দলই বেশ শক্তিশালী হওয়ায় এই খেলাটি দেখতে ভালো। কিভাবে খেলাটি সরাসরি দেখবেন নিচে লিংক সহ দেওয়া হল।
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ
বন্ধুরা আপনি যদি আর্জেন্টিনা বনাম পোল্যান্ড এই খেলাটি সরাসরি মোবাইল থেকে দেখতে চান বা পিসি লাপটপ থেকে দেখতে চান তাহলে আপনি নিচের লিংকে ক্লিক করে দেখতে পারবেন। আপনি যদি বাংলাদেশ থেকে খেলা দেখেন এবং ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই BDIX সার্ভার ব্যবহার করুন তাহলে খেলা দেখতে কোন অসুবিধা হবে না।
লাইভ খেলা দেখার BDIX SERVER
- https://amrbd.com
- https://10.10.10.10
আর্জেন্টিনা এবং পোল্যান্ড নিয়ে কিছু প্রশ্নের উত্তর
আর্জেন্টিনা এবং পোল্যান্ডের খেলা কখন?
উত্তরঃ আর্জেন্টিনা এবং পোল্যান্ডের খেলা .১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়।
আর্জেন্টিনা এবং পোল্যান্ড জেতার সম্ভাবনা?
উত্তরঃ আর্জেন্টিনা জেতার সম্ভাবনা ৬৫% এবং প্রধান জেতার সম্ভাবনা ১৩% ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে .২২ শতাংশ।
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড কে বেশি শক্তিশালী জিতবে কোন দল?
উত্তরঃ আর্জেন্টিনা।
আরও পড়ুন,
- কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ (updated)
- আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলার ফলাফল ও পরিসংখ্যান
- ব্রাজিল বনাম ক্যামেরুন ২০২২ লাইভ,পরিসংখান ও রেকর্ড
আমাদের শেষকথাঃ এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানতে পারলাম আর্জেন্টিনা বনাম মেক্সিকো কখন খেলা হবে এবং কিভাবে আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলা সরাসরি দেখব।