আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড পরিসংখ্যান

প্রিয় বন্ধুরা এই আর্টিকেল এ দেওয়া আছে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড পরিসংখ্যান হেড টু হেড। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড এর মধ্যে কোন দল বেশি শক্তিশালী জানতে চেয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার এবং আর্জেন্টিনা ম্যাচের আর্জেন্টিনা প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে একটি সর্বমোট ২ টি গোল দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম ম্যাচে নেদারল্যান্ড ইউএসএকে ৩-১গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

কাতার বিশ্বকাপ ২০২২: আর্জেন্টিনা এবারের অন্যতম একটি সেরা টিম কিন্তু পরিসংখ্যানে আর্জেন্টিনার থেকে নেদারল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে তাহলে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড খেলার সময়সূচী

তারিখম্যাচসময়
১০ ডিসেম্বরআর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডবাংলাদেশ সময় রাত ১ টায়

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 10 ডিসেম্বর, শনিবার রাত 1 টায় কাতার লুসাইল স্টেডিয়ামে।

Watch Argentina Vs Netherlands Live

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড পরিসংখ্যান হেড টু হেড

ফিফা ওয়ার্ল্ড কাপ এবং ইন্টারন্যাশনাল ম্যাচ মিলিয়ে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড এর মুখোমুখি হয়েছে নয় (৯) বার। এই দুই দলের লড়াইয়ে নেদারল্যান্ড চার (৪) টি ম্যাচে জয় তুলতে সক্ষম হয়েছে অপরদিকে আর্জেন্টিনা তিন (৩) টি ম্যাচে জয় পেয়েছিল এবং বাকি দুই (২) টি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড পরিসংখ্যান

তারিখম্যাচবিজয়ী দল স্কোরপ্রতিযোগিতা
২৬ মে ১৯৭৪আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসনেদারল্যান্ডস১-৪আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২৬ জুন ১৯৭৪আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসনেদারল্যান্ডস০-৪ফিফা ওয়ার্ল্ড কাপ
২৫ জুন ১৯৭৮আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসআর্জেন্টিনা৩-১ফিফা ওয়ার্ল্ড কাপ
২২ মে ১৯৭৯আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসআর্জেন্টিনা০-০ফিফা সেলিব্রেশন
০৪ জুলাই ১৯৯৮আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসনেদারল্যান্ডস২-১ফিফা ওয়ার্ল্ড কাপ
৩১ মার্চ ১৯৯৯আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসড্র১-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
১২ ফেব্রুয়ারী ২০০৩আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসনেদারল্যান্ডস০-১আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
২১ জুন ২০০৬আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসড্র০-০ফিফা ওয়ার্ল্ড কাপ
০৯ জুলাই ২০১৪আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসআর্জেন্টিনা০-০ফিফা ওয়ার্ল্ড কাপ

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড কে বেশি শক্তিশালী?

আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড এই দুই দল তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবং এই দুই দলের মধ্যে পরিসংখ্যানে নেদারল্যান্ড আর্জেন্টিনার থেকে এগিয়ে রয়েছে। পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যায় সর্ব মোট নয়টি খেলার মধ্যে চারটিতে নেদারল্যান্ড এবং আর্জেন্টিনা তিনটিতে জয় পেয়েছে আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে এই পরিসংখান থেকে বোঝা যায় আর্জেন্টিনার থেকে নেদারল্যান্ড বেশি শক্তিশালী।

গ্রুপ সিক্সটিনের এই দুই দল দেশ শক্তিশালী বর্তমান কাতার বিশ্বকাপ ফুটবলের প্রতিটি খেলা অনুযায়ী নেদারল্যান্ডের থেকে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে তবে পরিসংখ্যানে নেদারল্যান্ড আর্জেন্টিনার থেকে এগিয়ে রয়েছে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড খেলা কবে?

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড কোয়াটার ফাইনাল ম্যাচটি হবে ১০ ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত এক (১) টায়।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড পরিসংখ্যান কি?

আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডের মধ্যে সর্বমোট 9 বার খেলা অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা নেদারল্যান্ড এর বিপক্ষে ৩টি এবং নেদারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে ৪ টি ম্যাচে জয় লাভ করতে সক্ষম হয়েছে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

আরও দেখুন, 

Leave a Comment